ছবিঃ সংগৃহীত।
এই পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজারো সৃষ্টির মধ্যে মানবজাতিকে সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টিকর্তা সেরা জীবদের মধ্যে হযরত মুহাম্মদ (সাঃ)-কে করেছেন সমগ্র মানবজাতির জন্য রহমত এবং শ্রেষ্ঠতম মহামানব। এই সেরা জীব-মনুষ্য সম্প্রদায় যেন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত থাকে, নির্দেশ অনুযায়ী চলে, কথায়-কাজে-আচরণে-ব্যবহারে পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী হয় তার জীবন্ত দলিল, সুস্পষ্ট পথপ্রদর্শক এবং সুসংবাদদাতা স্বয়ং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ)। এই মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্পর্কে পবিত্র কোরআন শরিফ এবং হাদিসের কিছু উদ্ধৃতি/বর্ণনা উল্লেখ করা হলো:
১)
"আমি তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ
করেছি।" (সূরা সাবা: ২৮)
২)
"আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর প্রতি শুধুই রহমতরূপেই প্রেরণ করেছি।" (সূরা আম্বিয়া: ১০৭)
৩)
"তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি
বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আযহাব: ২১)
৪)
"হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহ তা'আলাকে ভালোবেসে
থাক, তাহলে আমার আনুগত্য কর, আল্লাহ তা'আলা তোমাদের
ভালোবাসেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন।" (সূরা আলে ইমরান: ৩১)
৫)
"নিশ্চয়ই প্রত্যেকের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যারা আল্লাহ তা'আলার রহমত
আশা করে এবং আখিরাত কামনা করে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে।" (সূরা আল-আহযাব: ২১)
৬)
"অবশ্যই আল্লাহ তা'আলা নবীর
উপর রহমত বর্ষণ করেন ও তাঁর ফেরেশতারা
ইস্তেগফার করেন, অতএব হে মানুষ! তোমরা
যারা আল্লাহর ওপর ঈমান এনেছ, তোমরাও তাঁর ওপর একনিষ্ঠ দুরুদ ও সালাম পাঠাও।"
(সূরা আহযাব: ৫৬)
৭)
"তোমাদের কাছে আমি এমন জিনিস রেখে যাচ্ছি যে, যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ
করে থাক তবে এরপর আর কখনো পথভ্রষ্ট
হবে না। সেই জিনিস হচ্ছে আল্লাহর কিতাব।" (সহীহ মুসলিম, হুজ্জাতুল নবী অধ্যায়, ১ম খন্ড, পৃ.
৩৯৭)
৮)
"হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করা
হয়েছিল রাসূলুল্লাহ (সাঃ) এর চরিত্র কেমন
ছিল? তিনি বলেছিলেন, পবিত্র কুরআনই ছিল তাঁর চরিত্র।"
৯)
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, "একবার রাসূলুল্লাহ (সাঃ) আমাকে বললেন, হে বৎস! তোমার
অন্তরে কারো সম্পর্কে হিংসা-বিদ্বেষহীন অবস্থায় যদি তুমি সকাল-সন্ধ্যা কাটাতে পারো, তবে তুমি তা করো। অতঃপর
রাসূল (সাঃ) বললেন, হে বৎস! এটা
আমার সুন্নাত। আর যে আমার
সুন্নাতকে ভালোবাসলো নিঃসন্দেহে সে আমাকে ভালোবাসলো,
আর যে আমাকে ভালোবাসলো,
সে বেহেশতে আমার সঙ্গেই থাকবে।" (মিশকাত শরীফ, হাদিস ৩০)
১০)
বিশ্বখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ এর ভাষায়,
"... আমি বিশ্বাস করি তাঁর মতো ব্যক্তির কাছে যদি আধুনিক বিশ্বের একনায়কতন্ত্র অর্পণ করা হতো, তাহলে তার সমস্যাগুলো তিনি এমন সাফল্যের সঙ্গে সমাধান করতেন, যা বহুপ্রতীক্ষিত শান্তি
ও সুখ প্রতিষ্ঠা করতো।"
১১)
আলপানসো দ্য লে মার্টিনির মতে,
"... মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপের মতো মাপকাঠি আছে, তার ভিত্তিতে বিবেচনা করলে আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে কি?"
১২)
মাইকেল এইচ হার্ট এর মতে, "মুহাম্মদকে
সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দেওয়ায়
অনেক পাঠককে আশ্চর্যান্বিত করতে পারে এবং অন্যদের মনে প্রশ্নের উদ্রেক হতে পারে; কিন্তু ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যিনি সেক্যুলার ও ধর্মীয় উভয়
পর্যায়ে সর্বোচ্চ পরিমাণ সফল।... মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত করেছে।"
১৩)
আমরা পরিপূর্ণভাবে দুই জাহানের বাদশাহ, মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)-কে অনুসরণ করি
এবং বলিষ্ঠ কন্ঠে দরূদ শরীফ পড়ি- " আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ হে আল্লাহ! তুমি
মুহাম্মদ (সা.)... "(হে
আল্লাহ, মুহাম্মদ (সাঃ) এর ওপর এবং
তাঁর পরিবার-পরিজনের ওপর তুমি শান্তি ও বরকত নাযিল
কর, যেমন শান্তি ও বরকত নাযিল
করেছিলে ইবরাহীম (আঃ) ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসা ও মর্যাদার অধিকারী।)
আমিন,
আমিন, আমিন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh