× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানালেন মাওলানা তারিক জামিল, হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত থাকার আহ্বান

ধর্ম ডেস্ক।

০২ মার্চ ২০২৫, ১৮:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের খ্যাতনামা আলেম মাওলানা তারিক জামিল। এই মাসে মুসলিম উম্মাহকে হিংসা, বিদ্বেষ এবং সবধরনের নেতিবাচক আচরণ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতে নিষেধ করেছেন।

মাওলানা তারিক জামিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, "বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এই মাসে মন থেকে সবধরনের ঘৃণা, হিংসা এবং বিদ্বেষ দূর করুন।"

একটি ভিডিওবার্তায় তিনি রাসূল সা. এর একটি হাদিস উল্লেখ করেন, যেখানে রাসূল সা. বলেছেন, "তোমাদের সামনে রমজান মাস আসছে। এই মাসে আল্লাহ তায়ালা রহমত, বরকত ও মাগফিরাত নাজিল করেন। জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে বন্দি করেন।"

রমজানের রোজার প্রতি অবহেলা না করার বিষয়েও তিনি একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেন, যা হজরত আলী রা.-এর বর্ণনা অনুযায়ী, "কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের কোনো রোজা ভাঙলে, পরবর্তীতে পুরো বছর কাজা করলেও ওই এক রমজানের সমান হবে না।"

প্রসঙ্গত, এই বছরের রমজান মাসের শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্ধচন্দ্র দেখার মাধ্যমে রমজান মাস শুরু হয়। সৌদি আরবের সুপ্রিম কোর্ট রমজান শুরুর ঘোষণা দেয় শনিবার। একই দিন আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, সুদান, তিউনিসিয়া ও ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীরেও রমজান শুরু হয়।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মরক্কোসহ বেশ কিছু দেশে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে রোববার থেকে রমজান মাস শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায়ও শনিবার থেকে রমজান মাস শুরু হয়েছে। মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইনেও রোববার থেকে রমজান শুরু হয়েছে।

রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এই মাসে মুসলমানরা পুরো ৩০ দিন দিনের বেলা পানাহার, ধূমপান ও যৌনতা থেকে বিরত থাকেন এবং নেক আমল করেন, বেশি বেশি দান-সদকা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.