× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসের রাজকীয় বিদায়

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭ পিএম

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাস কে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার কলেজ মিলনায়তনে এক হৃদয়গ্রাহী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক,  হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপপরিচালক এবং পরিচালক (অ.দা) লিগ্যাল অ্যান্ড প্রটোকল মো. মিজানুর রহমান। 

শত কর্মব্যস্ততা রেখে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া যোগ দেন অনুষ্ঠানে । তাঁর উপস্থিতি ছিল এক নিখাদ মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ।

প্রধান অতিথি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, “কাজ মানুষকে খালি হাতে ফেরায় না, কাজ মহিমান্বিত করে, মর্যাদার আসনে অভিসিক্ত করে।” 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, একজন কর্মী, যিনি তার কাজটি যথাযথভাবে সম্পাদন করেছেন, আজ তার অবদানকে স্বীকৃতি দিয়ে হামদর্দ প্রমাণ করলো যে, পদমর্যাদার ওপর কাজের মূল্যায়ন নির্ভর করে না।

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুষ্প রাণীর বিদায়ের মুহূর্তে সৃষ্টি হয় এক অপূর্ব আবেগঘন দৃশ্য। চোখের কোণে লুকিয়ে থাকা অশ্রু, সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা, এবং সেই অমোঘ ভালোবাসা যেন এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকলো তার কর্মজীবনের প্রতিটি বাঁকে বাঁকে। তাকে বিশেষ সম্মানে প্রাইভেটকারে করে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আয়োজনও ছিল এক চমৎকার মানবিকতার নিদর্শন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.