নারায়ণগঞ্জের
সোনারগাঁওয়ে ৬ বছর বয়সী
এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সী
শিমুল নামের এক যুবককে গণধোলাই
দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাতে,
উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায়।
আটককৃত
শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফের ছেলে এবং সে কাঁচপুর পাঠাত্তা
এলাকার শাহাবুদ্দিনের বাড়িতে ভাড়া থাকত। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী এই ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, শিমুল ও শিশুটির পরিবার
একই বাড়ির ভাড়াটিয়া। শিমুল একটি রিকশা গ্যারেজে কাজ করত। সেই সুবাদে শিশুটির সাথে তার পরিচয় হয়। আসা যাওয়ার পথে কৌশলে শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করত শিমুল। ঘটনার দিন স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। গণধোলাইয়ের এক পর্যায়ে শিমুল
ধর্ষণের কথা স্বীকার করে। এই ঘটনার একটি
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে
শিমুলকে বলতে শোনা যায়, "বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি।
আর জীবনে এমন কাজ করব না। আমাকে মাফ করে দেন।"
সোনারগাঁ
থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিমুলকে উদ্ধার করে। ঘটনার সময় সেখানে শত শত লোক
জড়ো হয়ে গিয়েছিল। শিমুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।