জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের
শুনানি আগামী ২ মার্চ ধার্য
করা হয়েছে।
আজ
(২৩ ফেব্রুয়ারি) সকালে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ এই আবেদনের শুনানির
জন্য দিনটি নির্ধারণ করেন।
এদিকে,
গত ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। গত বছরের ২৭
নভেম্বর, বিচারপতি এ কে এম
আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ
এনায়েত হোসেনের বেঞ্চ ওই রায় দেন।
রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিছ চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকারের একান্ত সচিব মনিরুল ইসলাম খানও খালাস পেয়েছিলেন।