× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২১ জানুয়ারি ২০২৫, ১৩:১২ পিএম । আপডেটঃ ২১ জানুয়ারি ২০২৫, ১৩:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: আর্থিক বিড়ম্বনায় পড়বেন। আর্থিক সংকটে নয়। শুভ সংখ্যাঃ ৮৯। শুভ রংঃ কালো।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: অনেকগুলো হস্ত সংবলিত বিভিন্ন দেবদেবীরাও লজ্জায় পড়ে যাবে আপনার অজু'হাত' এর পরিমাণ দেখে। শুভ সংখ্যাঃ ০০০। শুভ রংঃ লাল।

 

মিথুন [২১ মে-২০ জুন]: আজ সাদা কাপড় পড়ে বের হবেন না। তাতে কি হবে? নিজেই দেখে নিতে চাইলে বেরিয়ে পড়ুন। আর সাদা কাপড় পড়তে খুব ইচ্ছে হলে ঘরে পরিধানপূর্বক বসিয়া থাকুন। নচেৎ সাদা কাপড় পড়ে বের হবেন না। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: বিভিন্ন জটিলতায় আটকে থাকা বড় অ্যামাউন্টের কিছু টাকা হাতে পেয়ে যাবেন আজ। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ সাদা।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সারাটা পথ হেঁটে হোঁচট খেয়ে এসে দেখবেন লাভের খাতায় কিছু নেই। খাতাটা ফেলে দিন। লাভ-লস বাদ দিয়ে অন্য সিস্টেমে চিন্তা করুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ বাদামী।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: একদল অতি উৎসাহী লোক আপনাকে অযথা বিরক্ত করবে আজ। তাদের উৎসাহ দমাবেন না। শুভ সংখ্যাঃ ১৬। শুভ রংঃ কালো।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: গলায় কাঁটা ফুটবে আজ। আপনি মাছ না খেলেও বাঁচতে পারবেন না। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ পীত রং।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: দূরপাল্লার যাত্রা অশুভ। শুভ সংখ্যাঃ ৯১ শুভ রংঃ কমলা।


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ফুড পয়জনিং হতে পারে। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ ধূসর।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মকর সংক্রান্তি কবে গেছে জানেন? শুভ সংখ্যাঃ ১৪। শুভ রংঃ নীল।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: অর্থনৈতিক জটিলতা থেকে সাময়িক অবসান পাবেন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ গোলাপি।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: যে অকাজগুলো করছেন সেগুলো 'অভাব' হিসেবে চালিয়ে না দিয়ে 'স্বভাব' টা স্বীকার করে নিয়ে বদলান সেই স্বভাব। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কমলা।

বিষয় : রাশিফল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.