দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০
এপ্রিল]: ত্বকে সংক্রামক ব্যাধিতে ভুগবেন। অর্ধেক চিকিৎসা করে ফেলে রাখা একটা দাঁতে
অসম্ভব ব্যাথা উঠবে আজ। শুভ সংখ্যাঃ ৩৪। শুভ রংঃ নীল।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: লিভার চেক-আপ করান দ্রুত।
লিভারে টক্সিসিটির পরিমাণ বেড়ে গেছে। শুভ সংখ্যাঃ ১০৯। শুভ রংঃ সাদা।
মিথুন [২১
মে-২০ জুন]: কর্মস্থলে উষ্ণ পরিবেশ আচমকাই উত্তপ্ত পরিবেশে রূপ নেবে। শুভ সংখ্যাঃ ৮৫।
শুভ রংঃ কালো।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: অপশন দু'টো। হয় তাড়াহুড়োয় শেষ
ট্রেনটি মিস করে যাবেন। নয়তবা ট্রেন স্টেশনে পৌঁছবেন ঠিকঠাক সময়ে। কিন্তু গুরুত্বপূর্ণ
কিছু জিনিস ভুল করে বাসায় রেখে আসবেন। যেগুলো আপনাকে আনতে যেতেই হবে। দুই ভাবেই তো
ট্রেন মিস হল, এখন থার্ড অপশন ভাবুন। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রংঃ বেগুনি।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনি যে ' আরে না ভাই না ভাই রাখেন তো আমি দিচ্ছি বিল, বলে আগ বাড়িয়ে বিল টা দিয়ে পরে লুকিয়ে কান্নাকাটি করেন বাসায় জানে? শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ হলুদ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: কিছু জিনিস মেলাতে গিয়ে অন্য জিনিস গুলিয়ে যাচ্ছে। ভাবছেন আপনার ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে কিনা? দেখুন তো বিষয়গুলো একটা অন্যটার সাথে সম্পৃক্ত এবং বিতর্কিত কিনা। শুভ সংখ্যাঃ ৬২। শুভ রংঃ নীল।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: রিকশা/অটো/ভ্যানে কিঙ্গাবা গাড়িতে হাত বাইরে রাখচহেন একটু দেখে শুনে রাখুন। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ লাল।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: ক্লায়েন্ট টাকা নিয়ে আপনাকে ঘোরাবে। আপনি এই ফাঁকে অন্য কাজে মন দিন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ ধূসর।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: পূর্বপরিচিত কাউকে চিনতে ভুল হবে। এতে যেন ঐ ব্যক্তি মনে কষ্ট না পায় তাই কি এক্সকিউজ দেবেন আগে থেকে ঠিক করে রাখুন। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ আসমানী।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: কথা সংক্ষেপ করুন। নতুবা বিষয়বস্তুতে আসার আগেই আপনার কথা থেকে মনোযোগ সরে
যাবে যারা শুনছেন। শুভ সংখ্যাঃ ১৫। শুভ রংঃ হলুদ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: অন্যের দোষে
আপনাকে কথা শুনতে হবে। আপনি যেহেতু মুখ বুজে সয়ে নিয়েছেনই তখন সেটা আপনার ভেতরেই রাখুন।
শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ সাদা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আজ চোর পালালেও আপনার
বুদ্ধি বাড়বে না। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ
কালো।