× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

১৫ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম । আপডেটঃ ১৫ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: টাকা-পয়সার হিসেব মেলাতে গন্ডগোল বাঁধবে। এতে কয়েক জন একে অন্যের ঘাড়ে দায় চাপাবে কিন্তু এতে হিসেব মেলানো আরও বিলম্ব হবে। বিচক্ষণতার পরিচয় দিয়ে দায় চাপানো গোষ্ঠীকে সামলে আগে হিসেব মেলান। তারপর তাদের ব্যাপারটা দেখবেন। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ সাদা।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: চোখে সমস্যা হতে পারে। সমস্যা খুব জটিল না হলেও ভোগান্তি হবে অনেক। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ গোলাপি।

 

মিথুন [২১ মে-২০ জুন]: আয়-ব্যায়ের সামঞ্জস্য হারাবেন। শুভ সংখ্যাঃ -৫। শুভ রংঃ লাল।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: আজ আপনার প্রিয় জামা টা আপনার খাবারে ভাগ বসাবে। আর জামায় দাগ বসাবে। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ লাল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: টাকা ধার চেয়ে অপমানিত হবেন আজ। শুভ সংখ্যাঃ ৭২। শুভ রংঃ সাদা।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আতা গাছে তোতা পাখি থাকুক আর ডালিম গাছে মৌ, তাতে যতই ডাকাডাকি করুন বউ সাড়া দেবে না। কোন গাছে কি তার সাথে বউয়ের কথা বলার সম্পর্ক কি ভাই? আগে রাগ মেটান বউয়ের। শুভ সংখ্যাঃ ৫২। শুভ রংঃ সবুজ।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: সাধারণ বিষয়ে অসাধারণ ভাবে মাথা খাটিয়ে অযথা পন্ডশ্রমের দরকার নেই। রিল্যাক্সে। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ হলুদ।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: হাঁসের ডিম সেদ্ধ দেখলেই রাস্তায় কিংবা বাসে, লঞ্চে, ফেরিতে, একদম মাথাটা খারাপ হয়ে যায়্ আপনার। ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে হবে কিন্তু। শুভ সংখ্যাঃ ১৭৫। শুভ রংঃ ম্যাজেন্টা।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: শারীরিকভাবে ফুরফুরে থাকবেন আজ। তবে আলগা ঝামেলায় না পড়ে মেজাজটাও সাথে ফুরফুরে রাখতে একটু ডিপ্লোম্যাসির আশ্রয় নিন। শুভ সংখ্যাঃ ৭০। শুভ রংঃ নীল।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মাটি কামড়ে পড়ে আছেন। ভাবছেন এ যাত্রায় বেঁচে যাবেন। তা বলি কি দাঁতের যে অবস্থা... শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পাকস্থলীর তীব্র ব্যাথায় হাসপাতালে যেতে হতে পারে আজ। শুভও সংখ্যাঃ ৬৬। শুভ রংঃ লাল।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনার নিজস্ব লাইফস্টাইল মেইনটেইন করতে গিয়ে অন্যের ক্ষতি করছেন কেন?  শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ নীল।  

বিষয় : রাশিফল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.