দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০
এপ্রিল]: ঘড়ির দিকে চোখ রেখে কাজ করতে গিয়ে দ্রুততার সঙ্গে উষ্ঠা খাবেন। সময় মেপে কাজ
শেষ করতে কাজে মনোযোগ দিন ঘড়িতে নয়। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ সাদা
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: মুখের ত্বকে বিশ্রী রকমের ফোঁড়া উঠবে। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ লাল।
মিথুন [২১
মে-২০ জুন]: পারবেন না। পারবেন না। যে স্বপ্নের পেছনে ছুটছেন, গতি বাড়িয়ে স্বপ্ন ছাড়িয়ে
গেছেন। এখন নতুন এবং আরও অ্যাডভান্সড লেভেলের স্বপ্ন দেখতে হবে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ
রংঃ মেরুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: বাইক নিয়ে রাস্তায় নেমেছেন,
পাশ থেকে যদি আরেক বাইকারের দেখিয়ে দিতে হয় 'সামনের চাক্কায় হাওয়া কম আছে ভাই' তাহলে
তো বিপদ। গুছিয়ে আনতে হবে। শুভ সংখ্যাঃ ২২। শুভ রংঃ সাদা
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: হাত থেকে ফোনটা পড়ে যাবে বাথরুমে আজকে। তাও আবার কোনো রেস্তোরাঁয়
মিরর সেলফি তুলতে গিয়ে। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ ধূসর সবুজ
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: কিভাবে সহ্য করেন এসব অপমান! আপনি কি ভাবছেন ওমর সানীর মত একদিন
সব অপমানের প্রতিশোধ নিতে পারবেন? তাহলে একটা দমদার হেয়ারস্টাইল দিন। শুভ সংখ্যাঃ ০।
শুভ রংঃ গোলাপি।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: শোনা গেছে দেশে অবৈধ উপায়ে আয়-রোজগারের পথে ইদানীং বেশি ঝুঁকছে
মানুষ। দেখ্যন আপনার পাতে তো আর ভাত আমি জোটাবো না। তাই বেশি জ্ঞান না দিয়ে এদ্দুর
বলতে পারি বেশি ঝুঁকে পড়ে যাবেন না যেন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: গতকাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দু'বার করে দেওয়া
হয়েছে আপনি দুটোর মধ্যে কোনটি নিজের করে নিয়েছেন? শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ অফ-হোয়াইট।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: বাসায় চোর আসবে। তাকে অতিথি মনে করে চারটে ভাত খাওয়ান। পাঁচ নাম্বার
ভাতের দানাটা হাতে গুঁজে দিয়ে বলুন চুরি ছেড়ে দিয়ে বৈধ ইনকামের উপায় খুঁজতে। শুভ সংখ্যাঃ
৪। শুভ রংঃ কালো।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: মাথায় সজোরে আঘাত পাবেন বেখেয়ালবশত। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ লাল।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: আপনাকে ভাল হওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হবে। কিন্তু আপনার
ঠিকানা ভুল দেওয়া থাকায় সেটা আপনার হাতে আর পৌঁছবে না। আর পৌঁছলেও বা কি। আপনার ভাল
হওয়ার ইচ্ছা কি আদৌ আছে? শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ নীল।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: নতুন জায়গায় যাচ্ছেন, কিছু রীতিনীতি জেনেশুনে তারপর যান। খামোখা গিয়েই না জেনে
কি থেকে কি করে মানুষের চক্ষুশূল হওয়ার দরকার কি। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ লাল।
বিষয় : রাশিফল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh