× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ১১:১১ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: কথায় ও কাজে অসঙ্গতি ধরা পড়বে। লোকে আপনার ওপর বিশ্বাস হারাবে। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ লাল।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: কি ধরণের কাজ আপনার ভাল লাগে? তাতে টাকা আছে? টাকা সব জায়গাতেই আছে সেটার সন্ধানে আপনার দৌড়ঝাঁপ বাড়াতে হবে। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ নীল।

 

মিথুন [২১ মে-২০ জুন]: এখন পর্যন্ত যতদিন যা করলেন তা নিয়ে আপনার আত্মজীবনী লেখা হলে নাম কি হবে 'জন্ম থেকে জ্বলছি' নাকি 'আমি ভবঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশান?' আজকেই সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ নীল।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: প্রেমে ব্যর্থতা সুনিশ্চিত। তবে অর্থপ্রাপ্তিও সুনিশ্চিত। সো ছ্যাঁকা খেয়ে একা একা ডিপ্রেশনে ভুগবেন যখন একটু টাকা পয়সা ওড়ান। এটা সেটা কিনুন। ক্যাপিটালিজমের চাকায় পিষ্ট করুন ব্যর্থ প্রেম। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ কালো।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনার পাকা ধানে মই দিতে যাচ্ছে, শিগগির ব্যাকআপ রেডি রাখুন! শুভ সংখ্যাঃ ৫৬। শুভ রংঃ নীল।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: ফোকাস সরে গেছে। লাইনে ফেরত আসুন। শুভ সংখ্যাঃ ২১। শুভ রংঃ সাদা।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: চিনি কম খান। সাদা চিনি লাল চিনি কালো চিনি, এসব থেকে দুরে থাকুন মশাই। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ ২৩।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: হাঁসের মাংস খান? শীত কিন্তু চলে যাচ্ছে। এমন তেলওয়ালা হাঁস আর সারাবছর মিলবে না কিন্তু। খেয়ে নিন। তৈলমর্দনে পারদর্শী হতে ভরপেট ভারী খাবারের বিকল্প কমই আছে। শুভ সংখ্যাঃ ৪০০। শুভ রংঃ লাল।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: কিছু টাকা পড়ে আছে যেগুলো ইনভেস্ট করার মোক্ষম সময় এসেছে। আজ লাইনঘাট দেখুন দ্রুত কোথায় করবেন। শুভ সংখ্যা; ৩। শুভ রংঃ কালো।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: অ্যাসিডিটি চরম ভোগামে আজ। বিয়ের দাওয়াতে যাওয়ার সময় দেখবেন জুতো খুঁজে পাওয়া যাচ্ছেনা। শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ লাল।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: বই পড়ার যে পুরনো অভ্যাসটা বাদ দিয়েছিলেন সেটা ফেরত আনার চেষহটা করে লাভ হবে না। যে সুযোগটা পাবেননা। স্ক্রিণের দিকে তাকিয়েই একটু ধৈর্য্য নিয়ে বড় বড় ব্ই গুলো পড়ে ফেলুন। শুভ সংখ্যাঃ ৩০০০। শুভ রংঃ কালো।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: দূরপাল্লার যাত্রার সময় নিজ যানবাহনের তেল ফুরিয়ে যাবে আজ বেকায়দা জায়গায়। শুভ সংখ্যাঃ যে কয় কিলোমিটার দুরে গিয়ে ফাইনালি তেল পাবেন সেই সংখ্যা। শুভ রংঃ ম্যাজেন্টা।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আজকে বাসা থেকে বেরিয়ে দেখবেন চাবি রেখে এসেছেন তালা দিয়ে ভিতরে। থাক এখন আর দুঃশ্চিন্তা না করে দিনের কাজে মনোযোগ দিন। তবে রাতের আগেই চাবিওয়ালার সঙ্গে যোগাযোগ করে রাখুন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ নীল।

বিষয় : রাশিফল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.