দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: দুরপাল্লার
যাত্রা শুভ নয় আজ। জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে তালগোল পাকাবেন না। শুভ
সংখ্যাঃ ১। শুভ রংঃ
লাল।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: চোখ
মুখ হাত পা সব বেঁধে ফেলতে পারে। আপনার মস্তিষ্ক সজাগ রাখুন। তবে আধুনিক প্রযুক্তির
ব্যবহারে আপনার মস্তিষ্ক কেও আউলে ফেলতে পারে। কিন্তু আপনার সাথে এরকম কেন হওয়ার সম্ভাবনা
আছে? চোখ মাটিতে নামিয়ে কানে তুলো গুজে নিজ লেনে থাকুন। সাধারণ জীবন যাপন করুণ। অসাধারণ
জীবন যাপন করার জন্য আগে 'হ্যাডম' অর্জন করুন। শুভ সংখ্যাঃ
৭২। শুভ রংঃ নীল।
মিথুন
[২১ মে-২০ জুন]:
পানি বালতি কিংবা ড্রামে ভরে
রাখুন। আজ রোদ উঠেছে ভেবে গোসল টা করতে গিয়ে মাঝপথে পানি চলে যাওয়ার সমূহ সম্ভাবনা।
শুভ সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ পীত রং।
কর্কট [২১
জুন-২০ জুলাই]: শুষ্ক
কাশির যন্ত্রণায় মনে হবে গলা দিয়ে নাড়িভুঁড়ি সুদ্ধ বেরিয়ে আসবে। আজ ছুটির দিন। কাশির
ওষুধ খেয়ে ঝিমোতে পারেন। আর যাদের আজকেও ডিউটি, তারা প্লিজ কর্মস্থলে গিয়ে ঝিমোবেন
না। বাসায় গিয়ে ওষুধ খেয়ে ঘুম দেবেন। শুভ সংখ্যাঃ
৩৫। শুভ রংঃ ঘন বেগুনি।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: গরম
পানি পায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুভ
সংখ্যাঃ ১১। শুভ রংঃ সাদা।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: বাজারে
দেশি পেঁয়াজের দাম কম আছে, বেশি করে কিনে রাখুন। আসছে রমজান মাস ঘিরে কিন্তু কদিন পরেই
দেখবেন সব মজুতদারদের আড়তে চলে গেছে। তাই আলসেমী ঝেড়ে পেঁয়াজ কিনে ঘর ভর্তি করে ফেলুন।
শুভ সংখ্যাঃ ৬০। শুভ রংঃ পেঁয়াজের রং।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: সদ্য
কেনা প্রিয় শীতের পোশাক পরে ঘুরতে বেরোবেন আজ কিন্তু দাগ বসে যেতে পারে এমন কিছু একটা
কোত্থেকে এসে পড়বে সেটায় আপনি নিজেও জানেন না। শুভ সংখ্যাঃ ৪১।
শুভ রংঃ কালো।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: লাফিয়ে
লাভ নেই যে বলেছে তাকে বলুন ঠিক্টহাক মত লাফালাফিতে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
শুভ সংখ্যাঃ ৫৬। শুভ রংঃ সাদা।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: কাদের
সঙ্গে মিশছেন ইদানীং? খুব খেয়ালে! শুভ
সংখ্যাঃ ০। শুভ রংঃ
লাল।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: নাক
বন্ধ হয়ে থাকবে সারাদিন। শ্বাস প্রশ্বাসে
বেশ যন্ত্রণায় ভুগবেন। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ নীল।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: অর্থনৈতিক
দায়মুক্তি মিলবে। শুভ
সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ
কালো।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: বাজারে
গিয়ে ঠকবেন আজ নিশ্চিত। বাসায় এ নিয়ে ঝাড়িও খাবেন। শুভ সংখাঃ
১০০। শুভ রংঃ কালো।