× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

০৯ জানুয়ারি ২০২৫, ১১:২১ এএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: উল্টোপাল্টা খাবার খেয়ে বদহজম হয়ে অযথা ভুগতে হতে পারে আজ। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ কালো।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: এতদিন ধরে যেটা চাচ্ছিলেন সেটা পেয়ে মনে হচ্ছে কি চাইলাম আর কি পেলাম? কৃতজ্ঞ থাকুন। নাহলে অন্য কাউকে দিয়ে দিন সম্ভব হয় তো। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সাদা।

 

মিথুন [২১ মে-২০ জুন]: ঘুড়ি উড়িয়েছেন কখনো? এত মজার একটা অভিজ্ঞতা মিস করে গেছেন অথচ প্লেলিস্টে আপনার এখনো বাজে 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো?' এত প্রশ্ন বাদ নিয়ে মাঞ্জা মেরা নিজেই ওড়ান ঘুড়ি। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ লাল।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: সুসংবাদ দিয়ে যে আপনাকে ফোন দেবে ভেবেছিল সে আজ কিংবা গতকাল খবরে দেখেছে মুঠফোনে ১০০ টাকা রিচার্জে ৫৬ টাকা কেটে নেবে সরকার। এটা বাস্তবায়ন হয়েছে কিনা না জেনেই সে মিসকল দিয়ে কেটে দিয়েছে। এদিকে আপনিও কলব্যাক করতে পারছেন না। কি করবেন এখন? শুভ সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সময় কারো জন্য থেমে না থাকলেও আপনার জন্য থেমে আছে। কারণ আপনার মাথায় চিন্তার জট পাকিয়ে গেছে। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ কালো।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আপনি কি মনে করছেন আপনার ভাল হবার সময় এসে গিয়েছে? এসে গেলে তাকে তাড়িয়ে দিন। ভাল হয়ে লাভ নেই। যেভাবে আছেন থাকুন। শুভ সংখ্যাঃ ২০০। শুভ রংঃ বেগুনি।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কখন কিভাবে এখানে কে জানে? আজ সারপ্রাইজ গিফট পাবেন! শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ সাদা।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: টাকা দু'হাত ভরে আসবে। আর দুর্ঘটনায় বা জন্মগত ভাবে যদি আপনার একটা হাত না থেকে থাকে তবে সমস্যা নেই। ব্যাংকে জমা থাকবে, এক হাতে এটিএম কার্ড দিয়ে তুলে নেবেন। শুভ সংখ্যাঃ ৫৭। শুভ রংঃ কালো।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ভাল হতে আপনি যত পয়সাই খরচ করেন না কেন কোনো লাভ নেই। মূল্যস্ফীতির কাছে ধরা খাবেন। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ গোলাপি।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: পাকস্থলীর প্রদাহে আচমকা বেকায়দা জায়গায় কি করবেন বুঝে উঠতে পারবেন না। শুভ সঙ্খ্যাঃ ১১। শুভ রংঃ সাদা।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: উচ্চ রক্তচাপ দারুণ ভোগাবে আজ। শুভ সংখ্যাঃ ৪০। শুভ রংঃ সাদা।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: সংকল্পে দৃঢ়তাই আনবে সাফল্য। ঢিলেমির অবকাশ নেই। শুভ সংখাঃ ৯। শুভ রংঃ বাদামী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.