দেখে
নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: রাস্তা
পার হওয়ার সময় চোখে আচমকা ধূলা আটকাবে। চোখ বন্ধ হয়ে গেলেও থেমে যাবেন না, যে গতিতে
যাচ্ছিলেন দ্রুত রাস্তা পার হয়ে চোখ ক্লিয়ার করুন। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রংঃ লাল।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: কোথাও গিয়ে শান্তি না পেলে বাড়িতে বসে থাকাই শ্রেয়। তবে যদি বাড়িতে অঢেল টাকার
যোগান না থাকে তাহলে অশান্তির মাঝেই আপনাকে মানিয়ে নিতে হবে। ক্ষুধায় পেট মোচড় দিলে
বুঝবেন আসল অশান্তি। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ লাল।
মিথুন [২১
মে-২০ জুন]: ট্রেনের সিগন্যাল পড়লে সাবধানে থেমে যান, আগ বাড়িয়ে যানবাহন রাখলে বিরাট
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ লাল
কর্কট [২১ জুন-২০ জুলাই]: কর্কট রাশির জাতক জাতিকা হয়েও
কাঁকড়ার মত মজার খাবার খেয়ে দেখেননি এতে মন খারাপ করার কিছু নেই। এইডস দিবসে কি সবার এইডস হয়? শুভ সংখ্যাঃ ৭০। শুভ
রংঃ বেগুনি।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: হাইওয়েতে ড্রাইভ করার সময় ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটবে। আপনি
নিশ্চিন্ত কারণ আপনি কম্বলের তলায় শুয়ে সেই নিউজ পড়বেন। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ লাল।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: ইন্টারনেট আসক্তির দরুন আজ চুলোয় ভাতের হাড়ি চড়িয়ে সব পুড়িয়ে
ফেলতে পারেন। শুভও সংখ্যাঃ ১১। শুভ রংঃ লাল।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আচমকা পায়ের ওপর দিয়ে ব্যাটারিচালিত আটোরিকশার চাকা উঠে যাবে।
তবে আপনার নয়, আপনি পথচারী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কি হল টা কি! শুভ সংখ্যাঃ ৩২।
শুভ রংঃ সাদা।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বিনিয়োগ শুভ। শুভ সংখ্যাঃ ৩,৬,৯। শুভ রংঃ গোলাপি।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে ভুগছেন? ফিনান্সিয়াল ক্রাইসিস কেটে গেলে আবার
দেখবেন বাঁচার কি মজা। শুভ সংখ্যাঃ ৬৭। শুভ রংঃ আসমানী।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: নিকটাত্মীয়ের হঠাৎ অপমৃত্যুর দুঃসংবাদ পাবেন আজ। শুভ সংখ্যাঃ ৩৬। শুভ রংঃ
লাল।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কর্মস্থলে বসের ঝাড়ি খেতে খেতে পেটে গ্যাস হয়ে যেতে পারে
আজ। সঙ্গেই রাখুন গ্যাসের ওষুধ। শুভ সংখ্যাঃ ৩১। শুভ রংঃ নীল।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: কি হবে আর কথা বলে? সরকার ফোনকলের ওপর ভ্যাট বাড়িয়েছে। কথা সংক্ষেপ করুন। শুভ
সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ লাল।