× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক নজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

০৭ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

দেখে নিন আজকের রাশিফল!

 

 

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: একটা জরুরি ফোন আসার অপেক্ষায় সারাটা দিন চলে যাবে, নেটওয়ার্ক জনিত সমস্যায় আপনার ফোনে কলটি ঢুকবে না। তাই আপনি আগে ভাগেই খোঁজ নিন। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ সাদা।

 

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: অস্থিসন্ধির পুরনো ব্যাথা মাথাচাড়া দিয়ে উঠবে। এই ঠান্ডায় চুল কেটে এসে গোসল করতে গিয়ে দেখবেন মাঝপথে পানি শেষ হয়ে গেছে। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।

 

 

মিথুন [২১ মে-২০ জুন]: বিদ্যুৎস্পৃষ্টে ভয়াবহভাবে আহত হবার সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকবেন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ নীল।

 

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: ফোনে পর্যাপ্ত চার্জ রাখুন। রাতে বাড়িতে ফেরার সময় ঝামেলা হতে পারে, তখন জরুরি একটা কল দেওয়ার সময় যদি দেখেন ফোনে চার্জ নেই তখন ফোনটা ভেঙে ফেলতে মন চাইবে।  শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ গোলাপি।

 

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: বাসার চাবি হারিয়ে ফেলবেন। পরে তালা-চাবির মিস্ত্রি এনে দামি লক টা ভাঙতে হবে। নতুন একটা লাগাতে বেশ খানিকটা টাকা বেরিয়ে যাবে  শুভ সংখ্যাঃ ২২। শুভ রংঃ কমলা।

 

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আমাদের মুখ বেঁধে রাখা হয়েছে। কারণ আজ বায়ুদূষণে সারাবিশ্বে শীর্ষস্থানে ঢাকা। এমতাবস্থায় নাক মুখ বেঁধে না রাখলে ফুস্ফুসে অত্যন্ত ক্ষতিকর পদার্থ প্রবেশ করে সংক্রমণ ঘটাবে। তাই ফুসফুসের যত্নে মুখ বন্ধ টা মেনে নিয়ে চুপুচাপ কাজে লেগে পড়ুন। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ ধূসর।



তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: পেছন থেকে ভারী বস্তু কাঁধে নিয়ে কোনো শ্রমিক আসছে এমন অবস্থায় সেটার বাড়ি খাওয়ার প্রবল সম্ভাবনা আছে মাথায়। শুভ সংখ্যাঃ ৩০০। শুভ রংঃ কালো।

 

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। শুভ সংখ্যাঃ ০০০। শুভ রংঃ ধূসর।

 

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: পঁচা শামুকে পা কাটবে। ভারী সোল ওয়ালা জুতা পরিধানপূর্বক পঁচা শামুকের খোলস চূর্ণ করে দিন শুভ সংখ্যাঃ ৯০০০। শুভ রংঃ হলুদ।

 

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: কোষ্ঠকাঠিন্য ভাল ভোগাবে আজ। ভূষি খান। খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রাখুন বেশি করে।  শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: অনাকাঙ্ক্ষিত অর্থপ্রাপ্তিতে আনন্দে ভেসে যাবেন আজ। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ বেগুনি।

 

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: অ্যালার্জি কাঁদিয়ে ছাড়বে আপনাকে আজ। শুভ সংখ্যাঃ ৩২। শুভ রংঃ গোলাপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.