× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাদপন্থি নেতা শফিউল্লাহ দুই দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

০৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আদালত, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার মাওলানা সাদপন্থি নেতা মো. শফিউল্লাহকে (৪৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ ( জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তাকে তোলা হয়।

এর আগে শনিবার ( জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিউল্লাহ শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থি তিনজন নিহত হন। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় জোবায়ের অনুসারী কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.