দেখে নিন
আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০
এপ্রিল]: আজ সামান্য ভাঙতি টাকার জন্য বড় বিবাদ ঘটবে। পাশে দাঁড়ানো উৎসুক জনতার উসকানিতেই
মূলত ঘটনাটা ঘটবে। শুভ সংখ্যাঃ ৫৭। শুভ রংঃ হলুদ।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: সম্পত্তি নিয়ে বিবাদে জড়াবে নিকটাত্মীয়রা। মীমাংসার দায়ভার পড়বে আপনার ঘাড়ে। কিন্তু
আপনার 'হেভি রিল্যাক্স'। সম্পত্তিতে আপনার কোনো ভাগ নাই। আপনি গরিব হলেও সুখী তার ওপর
মীমাংসা কমিটির প্রধান। যদিও কমিটিতে আর কেউ নাই।। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।
মিথুন [২১
মে-২০ জুন]: কালো কে কালো না বলে ডার্ক স্কিন টোন, ব্রাউন স্কিন ইত্যাদি বলে মুখে মুখে
লিবারেল
হচ্ছেন। মনে মনে তো ঠিকই 'কাইলা', 'নিজ্ঞা' ইত্যাদি বলে বেড়ান। এসব বাদ দিতে হবে। শুভ
সংখ্যাঃ ৫। শুভ রংঃ লাল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: বিনিয়োগে সফলতা আসবে। শুভ সংখ্যাঃ
১০। শুভ রংঃ বেগুনি।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: ভুল চিকিৎসায় বড় ধরণের শারীরিক ক্ষতির সম্মুখীন হবেন। আইনি ব্যবস্থা
নিতে ভুল করবেন না। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ সাদা।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগবে। অ্যান্টিবায়োটিক খেতে গিয়ে
এক বেলা মিস করে যাবেন ভুলবশত। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ নীল।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: গণপরিবহণে তর্কাতর্কিতে জড়াবেন। অযথা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে।
মাথা ঠান্ডা রাখতে গিয়ে খেই হারিয়ে ফেলবেন। শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ সবুজ।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: পকেট থেকে ১০ টাকা বের করতে গিয়ে ৫০০ টাকার নোট পড়ে যাবে।
খুব খেয়ালে! শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ সবুজ।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: ভাইরাল ফিভারে আক্রান্ত হবেন। শুভ সংখ্যাঃ ৮। শুভ রংঃ কালো।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: দিনক্ষণ ঠিক করে অমীমাংসিত টাকা-পয়সার হিসাব মিলিয়ে নিন। তা না হলে জরুরি
মুহূর্তে বড় গোলযোগ বাঁধবে। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ ম্যাট ব্ল্যাক।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: মনযোগ দিয়ে দাঁড়িয়ে দেয়ালে পোস্টার দেখছেন এখানে অবাধ্য স্বামী/স্ত্রীকে
বশে আনা হয়, কেন ভাই/বোন? আপনি তো সিঙ্গেল। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ সাদা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: পানিশূন্যতায় ভুগবেন আজ। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ লাল।