দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০
এপ্রিল]: এই মুহূর্তে আপনার জন্য বিনিয়োগ অশুভ। চোখ-কান খোলা রেখে ধৈর্য্য ধরুন। শুভ
সংখ্যাঃ ৩। শুভ রংঃ লাল
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: বিয়ের ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছেন? হতাশ হচ্ছেন? ফেসবুকে রিলসে কষানো
মাংস, নেহারি, কালাভূনা, হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা ইত্যাদি দেখতে পারেন। আপাতত বিয়ের
চিন্তা বাদ দিন। পরে দেখা যাবে। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ লাল।
মিথুন [২১
মে-২০ জুন]: আসমানে পাখা মেলে সূর্যের তাপে ইকারুসের মোমের ডানা গলে গেছিল। এ কারণে
'মোজো' কর্তৃপক্ষকে কিন্তু দায়ী করা হয়নি। কিন্তু আপনি যে এ ধরণের অনন্যসাধারণ(!) মামলায়
জড়িয়ে পড়বেন না তার গ্যারান্টি কি? শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ নীল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: গতকাল পাওনাদারদের জন্য যে বন্ধ
নাম্বার দিয়ে রেখেছিলেন আজ সেটা খুলুন। মীমাংসায় আসুন। পয়সা না থাকলে বোঝান। থাকলে
পাওনা মিটিয়ে ফেলুন। শুভ সংখ্যাঃ ৫৫৫। শুভ রংঃ ধূসর।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: গোলাপি এখন ট্রেনে, তাতে আপনার কি? গোলাপি আপনার কি হয়? শুভ সংখ্যাঃ
১১। শুভ রংঃ গোলাপি।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: সড়ক দুর্ঘটনায় পড়তে পারেন আজ। রাস্তা পার হওয়ার সময় সাবধান।
শুভ সংখ্যাঃ ২১। শুভ রংঃ সবুজ।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: তুলা রাশির চিহ্ন দাঁড়িপাল্লায় মেপে আপনি দেখুন তো মেজাজ আর
কর্মদক্ষতার মাঝে ব্যালেন্স করা যায় কিনা আজ।
শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আজ সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করবেন। কপালে
শনি আছে। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ নীল।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: গতকাল রাতের ঘুমের সমস্যা আপনাকে আজ সারাদিন ভোগাবে। মাথাব্যাথার ওষুধ
খেয়ে আবার কাজে ঝিমোবেন না যেন। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ হলুদ।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: সুসংবাদ আসবে। তবে আপনার নয়। সহকর্মীর। তাতে হিংসে না করে খুশি হোন। শুভ
সংখ্যাঃ ১। শুভ রংঃ বেগুনি।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কয়টা রঙ এর নাম জানেন? আর কয়টা রঙের কয়টা শেডের নাম জানেন
আপনি? বিশেষ করে নেইলপলিশ, লিপস্টিক এসবের তো নিত্যনতুন রঙের শেডের নামকরণ হচ্ছে। আর
গ্রাফিক্সে কাজ করলে তো জানেনই কয় লাখ(!) শেড আছে। এগুলো শিখে রাখুন। আজ ইন্টারভিউ
দিতে গিয়ে কাজে লাগতে পারে। তবে চাকরিটার সঙ্গে এইসব রঙের কোনো সম্পর্ক নেই। শুভ সংখ্যাঃ
১১১। শুভ রংঃ আসমানী।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: আজ আপনার ভাল হবার দিন। গতকালো ভাল ছিলেন। তবে আজ আরেকটু বেশিই ভাল হলেন। শুভ
সংখ্যাঃ ১১। শুভ রংঃ লাল।