× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ একই মঞ্চে বয়ান দেবেন আজহারী-আহমাদুল্লাহ

ডেস্ক রিপোর্ট

০৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৩ জানুয়ারি) যশোর শহরের পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আজ একই মঞ্চে বয়ান দেবেন।

জানা গেছে, আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিন বুধবার ( জানুয়ারি) আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার ( জানুয়ারি) আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার ( জানুয়ারি) সন্ধ্যায় শায়খ আহমাদুল্লাহ বাদ এশা আলোচনা করবেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

বিষয়ে আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) তরিকুল ইসলাম তারেক গণমাধ্যমকে বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে আজ প্রধান অতিথি হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারী বয়ান করবেন। তার আগমন উপলক্ষে ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে, থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

তিনি আরও বলেন, আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। মাহফিলের ময়দানে প্রবেশ বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে এলইডি স্ক্রিনের ব্যবস্থাও।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.