দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:ছুটির দিনটা আয়েশে কাটাবেন ভাবছেন? ইমার্জেন্সি কল আসবে। আয়েশের দিন শেষ। কর্মব্যস্ত বাংলাদেশ। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কালো।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: মৃত্যুসংবাদ পাবেন আজ। ভয়ের কিছু নেই, সেটা খবরের কাগজে কিংবা অনলাইনে যাবতীয় অমুক তমুক মারা গেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ, প্রখ্যাত অমুক আর নেই। এসব মৃত্যু সংবাদের কথা বলছিলাম। শুভ সংখ্যাঃ ১০৫। শুভ রংঃ নীল।
মিথুন [২১ মে-২০ জুন]: আজ দেখে নিন তো কার কার জন্মদিন। যারা আপনাকে উইশ করেনি। তাদের বড় রচনা লিখে জন্মদিনের শুভেচ্ছা দিন। রিভেঞ্জের দিন শেষ, ভালবাসার বাংলাদেশ। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ নীল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: পাওনাদারদের যে বন্ধ ফোন নাম্বার দিয়ে রেখেছেন এটা মোটেও ভাল কাজ করেননি। শুভ সংখ্যাঃ ৪২০ ডাবল আপ ৮৪০। শুভ রংঃ লাল।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: বিয়ের জন্য চাপ দিচ্ছে বাসা থেকে, এদিকে আপনি ধুমিয়ে গরু/খাসি/মুরগির চাপ খেয়ে কোলেস্টেরল বাড়াচ্ছেন। তেল-চর্বি কমাতে হবে। শুভ সংখ্যাঃ ১+১=২। শুভ রংঃ ফিরোজা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: কন্যা ভুল করিস না। আজকের ভুলের যে মাশুল গুনতে হবে তাতে পশ্চাৎদেশ দিয়ে লাভা বের হবে, পরে এই শীতের দোচনে দাঁড়াতেও পারবেন না বসতেও পারবেন না। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ সাদা।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আজ ভরপুর জাঙ্কফুড খান। পারলে একটা বিয়েবাড়িতে ঢুকে সামনে গিয়ে ছবি টবি তুলে তাড়াতাড়ি ভরপেট খেয়ে বেরিয়ে যান। তবে ভাই এখন বেশির ভাগ বিয়েতেই কিন্তু স্বল্পসংখ্যক গেস্ট থাকে, তাই মান সম্মান বাঁচাতে একটা বড় আয়োজনে অনুপ্রবেশ ঘটিয়ে দেখিয়ে দিন আপনার খাদ্য প্রতিভা। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ সাদা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: ঘুম ঘুম ঘুম! আজকের জন্য আপনার দিনটা ঘুমের। তবে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণে পাশে দাঁড়াতে হবে আপনার। এতে যদি তারা একটু পেটের ক্ষুধা মিটিয়ে ঘুমটা দিতে পারে শান্তিতে। শুভ সংখ্যাঃ ৩,৬,৯ এবং ৭। শুভ রংঃ হলুদ।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: বছরের শুরুতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ভুল শোধরাবেন। তা তো এই শীতে ভুলেই যাচ্ছেন। মনে করিয়ে দিলাম। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ নীল।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আজকে সাদাকে সাদা বললে বিপদে পড়তে হতে পারে আপনার। ডিপ্লোম্যাসি আয়ত্তে আনুন, আগে পিঠ বাঁচান। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ বেগুনি।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: চা- গরম চা- গরম। শুনেই লোভে পড়ে যান? কোষ্ঠকাঠিন্য এড়াতে হবে তো। শুভ সংখ্যাঃ ৫৫৫। শুভ রংঃ ধূসর।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: কাজের গতি বাড়াতে গিয়ে উষ্ঠা খেয়ে আরও দশমাইল পিছিয়ে যাবার আগে, নিয়ম মেনে গতি বাড়ান। সেটা বজায় রাখুন। এলোপাতাড়ি দৌড়ঝাঁপে ক্ষতি ছাড়া কপালে কিছুই জুটবে না। শুভ সংখ্যাঃ ১১১১। শুভ রংঃ কালো।