× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

০২ জানুয়ারি ২০২৫, ১৫:১৪ পিএম । আপডেটঃ ০২ জানুয়ারি ২০২৫, ১৫:২১ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: অর্থকষ্ট দরজায় কড়া নাড়ছে। দরজা না খুলে ৯৯৯ এ ফোন দিন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ বাদামী।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আগামীকালের জন্য কাজ জমিয়ে রাখতে রাখতে বছর পার করে ফেলেছেন। এবার তার মাশুল গুনতে হবে। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ কালো।

 

মিথুন [২১ মে-২০ জুন]: যত যাই হোক দাঁতে দাঁত চেপে নিজের লাইনে থাকুন। বেশি চাপ দিয়ে দাঁত ভেঙে ফেলবেন না যেন। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ সাদাটে গোলাপি।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: চৌধুরী সাহেব এখন আর টাকার অফার দেবে না। তাই বিয়েটা সেরা ফেলুন। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। হঠাৎ হাতে কিছু টাকা আসবে। ভুয়া খবরে ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ কালো।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: এ বছর হলে নতুন অনেক সিনেমা আসছে। কিন্তু আপনার সময় মিলবে তো? কাজ এবং ছুটির মধ্যে সমন্বয় করে নিন। নাহলে শুধু সিনেমা নয় আরও গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাবেন। শুভ সংখ্যাঃ ৮। শুভ রংঃ বেগুনি।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: মনটা আপনার তুলার মত নরম। কিন্তু দোকানে ছাঁচড়ামো করে বাকির টাকাটা দিচ্ছেন না। এতে কিন্তু দোকানদার বেশ গরম। শুভ সংখ্যাঃ বাকিকৃত টাকার পরিমাণ। শুভ রংঃ আসমানী।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: দিনতো আপনার নয়। অন্য কারো। তবে সেই অন্য কেউ কি আপনারই কেউ? শুভ সংখ্যাঃ ৭৭৭। শুভ রংঃ হলুদ।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: বহুকাল ধরে চলে আসা প্রবাদ মিথ্যে করে দিয়ে নতুন উদাহরণ সৃষ্টির সুযোগ আপনার সামনে। প্রেমের মরা নাকি জলে ডোবে না, বস্তা গায়ে বেঁধে ডুবে মরে দেখিয়ে দিন। তবে আপনি কি প্রেম করেন? শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: বুকে ব্যাথা হবার সম্ভাবনা রয়েছে। অনেকেই বলবে গ্যাস্ট্রিকের ব্যাথা। কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। শুভ সংখ্যাঃ ২১। শুভ রংঃ লাল। 

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: অঞ্জন দত্তের 'কতো কি করার ছিল যে' শুনুন সমস্যা নেই, তবে আফসোস না করে 'কতো কি' করে ফেলুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সবুজ।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: এখন তো সময়, রিভেঞ্জ নেওয়ার। তবে ক্ষমাও করে দিতে পারেন। দেখেন যেটা ভাল মনে করেন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ ম্যাজেন্টা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.