দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: একটা লিস্ট করেছিলেন এবছর যে ভুলগুলো করেছেন সেগুলো কিভাবে আগামী বছরে করা থেকে নিজেকে বিরত রাখবেন। রাতে বারবিকিউ খেয়ে নতুন বছরে ভুলে যাওয়ার আগে একবার তালিকাটায় চোখ বুলিয়ে নিন। শুভ সংখ্যাঃ ১। শুভ রং সাদা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আগের যা দেনা আছে পরিশোধ তো করবেনই বিশেষ করে এ বছর নেওয়া ঋণগুলো বছরের শেষদিনটায় পরিশোধ করে ফেলুন। নইলে আবারো শুনতে হবে “এক বছর টাকা লয়া আরেক বছর ফেরত দেয়”। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
মিথুন [২১ মে-২০ জুন]: বছরের শেষদিনটায় প্রাক্তনের সঙ্গে ঝুলে থাকা সব শেষ করে দিন। নতুন বছর, নতুন শুরু। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: বছরের শেষদিনটায় ডাক্তারের নিষেধ করা পছন্দের খাবারটা খেয়ে নিন। নতুন বছর নতুন ডাক্তার দেখাবেন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: বেকারদের উদ্দেশ্যে, নতুন বছর চাকরির সন্ধান মিলবে। চাকুরীজীবিদের উদ্দেশ্যে, প্রোমোশন আসছে! প্রমোশন!। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: নতুন বছরের অপেক্ষা কিসের? হৃদরোগ কন্ট্রোলে আজই ফুলস্কেল কার্ডিও শুরু হয়ে যাক। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আজই শেষদিন। না কোন অফারের কথা বলছি না। পুরনো বন্ধুর সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলার মোক্ষম সময় আজই। নতুন বছর আবার গড়িমসিতে দিন কেটে যাবে। তাই আজই বিবাদটা মেটান। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: কি নতুন বছর নতুন গিফট এর আশায় আছেন? ফোনটা কি পুরনো হয়ে গেছে? হুমমম। সুখবর আসছে। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: বিয়ের খবর আসছে!!!!! সংবাদ সারাবেলার অফিসে মিষ্টি পাঠান দ্রুত। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: বছরের শেষদিনটায় বিপিএল এর খেলায় বাজি ধরে হারবেন। তবে টাকায় নয়। স্বভাবের কাছে হেরে যাবেন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: একটা তালিকা করেছিলেন এ বছর আপনাকে যারা ধুমসে জ্বালাতন করেছে নানা ভাবে পীড়া দিয়েছে। ফোনে ভরপুর ব্যালেন্স ভরে সবাইকে ধুমসে আজেবাজে কথা লিখে টেক্সট পাঠিয়ে নতুন বছরে শান্ত মন নিয়ে প্রবেশ করুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আজ একটু ঢিলেমি হয়ে যাক! বছরের শুরুতে গিয়ার বাড়ানো যাব নাহয়। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সাদা।