× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯ পিএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: কীর্তিমানের মৃত্যু নাই বলে প্রবাদ আছে। কিন্তু কীর্তিমানের মৃত্যুর ভয় কিন্তু আছে। প্রবাদ জেনেও কেন ভয় পান কীর্তিমানেরা? কারণ একটা হল প্রবাদ আরেকটা ফ্যাক্ট বা বাস্তব। সম্প্রতি নানা ধরণের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আপনাকে জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। বিভ্রান্তি এড়াতে ফ্যাক্ট চেক/ তথ্য যাচাই করে নিন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: বাড়িতে অতিথি এলেই দেখে আপনি ঘুমিয়ে আছেন। এদিকে আপনি যখন বেড়াতে যান দেখেন তারাও ঘুমিয়ে ঝিমিয়ে সময় কাটাচ্ছে। আপনি অবাঞ্ছিত ফিল করছেন। এ অবস্থা এড়াতে বেড়াতে গিয়ে আত্মীয়/বন্ধুবান্ধবের বাসায় গিয়ে আপনিও ঘুমিয়ে পড়ুন। শুভ সংখ্যাঃ ৪। শুভ রংঃ লালচে সাদা।

 

মিথুন [২১ মে-২০ জুন]: মেজাজ খারাপ অবস্থায় আজ কোনো ফোন ধরবেন না। একটু ভরপেট খেয়ে নিন। ফোনে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি/ মেজাজ হারানো থেকে দূরে থাকুন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ মাইট্টা কালার।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: শব্দ নির্বাচনে সতর্ক হতে গিয়ে একদম বাকরুদ্ধই হয়ে গেলেন শেষ পর্যন্ত। যেখানেই যান শুধু হু, হ্যাঁ, ও আচ্ছা দিয়ে আর কতদিন চালাবেন। 'ও আচ্ছা তাই নাকি', 'ও মাই গড', 'বেশতো' ইত্যাদি কিছু নতুন ভোকাবুলারি যোগ করুন। আরও কিছুদিন মুখে কুলুপ এঁটে বসে থাকতে হবে আপনার। এখনো তো  শব্দ নির্বাচনে সতর্ক হতে পারেননি তাই না। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ ছাই রং।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: কাল সারারাত ছিল স্বপনেরও রাত। তবে এই স্বপন মানিকগঞ্জের এক সফল সিঁধেল চোর। শীতের রাতে একদম রাতটা নিজের করে নিয়েছেন স্বপন। আপনি কি করলেন গতকাল রাতে? শুভ সংখ্যা; ৫০০। শুভ রংঃ বেগুনি।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: অচেনা নাম্বার থেকে কল এসে বিরক্ত করলে খোঁজখবর নেবেন সারাদিন খাওয়াদাওয়া হয়েছে কিনা সেই অপরিচিত ব্যক্তির। তাকে জ্ঞান দিতে থাকুন সারাদিন না খেয়ে থাকলে পরে আলসার হবে। দেখিয়ে দিন আপনার বিরক্ত করার সুপ্ত প্রতিভা। তাকে শেখান এবং বলুন শেখার কোনো বয়স নেই। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ লাল।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: দিন চলে গেলে রাত আসে। বউ চলে গেলে কে আসে গোপনে? প্রতিবেশি কিন্তু দেখে ফেলেছে। এখন কি করবেন? এদিকে যে এসেছিল চিহ্ন রেখে গেছে। হঠাৎ বউ এসে হাজির। সে তো মহাখুশি। অনলাইনে অর্ডার দেওয়া শীতের নতুন পোশাকটার ডেলিভারি এসে গেছে। কি আনন্দ! শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: খাদ্যতালিকায় শর্করার পরিমাণ কমিয়েছেন? নাকি ডায়বেটিস মোকাবেলায় টাকার পাহাড় গড়ছেন? শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ ধূসর সবুজ।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ভুল চিকিৎসায় বড় ধরণের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ সবুজ।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: সাদা রঙের স্বপ্নগুলো ছুটি দেবে না। এইচ আর এর সঙ্গে কথা বলে ছুটি বাগিয়ে নিন। রেস্টটা দরকার আপনার। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ কালো, লাল।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: একতলা থেকে পড়ে গিয়ে নিহত হয়েছে শুনেছেন কখনো? নিজে নিজে পরীক্ষা করে দেখবেন নাকি? শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: কালো রঙের জমকালো পোশাক পরে বেরিয়েছেন কিন্তু খুশকি আপনার লুকটা বারোটা বাজিয়ে দিয়েছে। এখন পোশাকের কাঁধ, ঘাড়ের অংশ ঝাড়তে ঝাড়তেই আপনার দিনটা অসহ্যকর হয়ে উঠবে। শুভ রংঃ সাদা। শুভ সংখ্যাঃ ২+২=৪।   

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.