× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: বাজারে সয়াবিন তেলের সংকট। দেশের তেলের এই সংকটাপন্ন মুহূর্তেঅ যে আপনাকে কর্মস্থলে প্রতিনিয়ত তেল দিতে হচ্ছে এ জন্য আপনাকে জানাই সাধুবাদ। তবে সয়াবিন তেলে হৃদরোগের সম্ভাবনা প্রবল। কিন্তু কর্মস্থলে যে তেল দিচ্ছেন তাতে আপনার উপকার হওয়ার সম্ভাবনা আছে। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ বাদামী।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনি বাসে জ্যামে বসে ফোন গুঁতোচ্ছিলেন। অসাবধানে আচমকা ছিনতাইকারী টান দেবে আপনার মোবাইল ফোন। আপনি বিপদে দিশেহারা। একটু এগিয়েই আবারও বাস জ্যামে আটকা। ছিনতাইকারী এসে জানালা দিয়ে ফোন ছুঁড়ে ফেরত দিয়ে পালানোর আগে বলে গেল 'চায়না ফোন লইনা'। দেখলেন তো গরিব হওয়ার কত সুবিধা! শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ কালো।

 

মিথুন [২১ মে-২০ জুন]: সকালে অফিস। দেরি হলে চাকরি ছুঁটে যাওয়ার সম্ভাবনা অনেক। এ কারণে আপনি ফোনটা সবসময় সাইলেন্ট করে ঘুম দেন। শীতের রাতে উদাসী মনে প্রাক্তনের ফোনের আশায় ফোনটা সাইলেন্ট করা হয়নি। রাত ২টা। হঠাৎ ই জোরালো রিংটোনের আওয়াজে ভেঙে গেল ঘুম। লাফিয়ে উঠে ফোন হাতে দেখলেন ২৭৬৭৬ নাম্বার থেকে স্প্যাম কল। কেমন লাগছে? রোজকার অভ্যাসে হুট করে পরিবর্তন আনার আগে হিসেব করে নিন সেটা আপনার জন্য উপকার বয়ে আনবে কিনা। শুভ সংখাঃ আপনার প্রাক্তনের ফোন নাম্বার। শুভ রংঃ ধূসর।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]:  ফোনটা হাতের কাছে রাখবেন। জরুরি প্রয়োজনে কল আসবে যেটার জন্য সবাই আপনার ওপরই নির্ভরশীল। নাহলে বড় ধরণের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখাঃ ১০০। শুভ রংঃ কমলা।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: শুক্রবার ছুটির দিন ঝিমোতে ঝিমোতে স্ক্রল করতে করতে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে স্ক্রিন পেপার টা ভাঙল। এ দায় কার ওপর চাপাবেন? আপনার হাত ঘামে সেটার ওপর? নাকি স্ক্রিন পেপার চায়না? ঝিমানোর দায় এড়াতে চায়নার দোষ দিয়ে পার পাওয়া যায়না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ নীল।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: দুঃসংবাদের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ হলুদ।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: গাছে পানি দিচ্ছেন না বহুদিন। শীতের রোদটা বেশ তীব্র। গাছগুলো মরে যাবে। হয় উপড়ে ফেলে দিন। ধুঁকে ধুঁকে মারছেন কেন? এই গাছ হতে পারে আক্ষরিক, হতে পারে প্রতীকী। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ বেগুনি।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বনসাঁই কিনতে গিয়ে বনরুই নিয়ে এসে বনবিভাগের কাছে ধরা খেলে কি বলবেন? আবেগ কাজ করছিল না বিবেক? স্বপক্ষে যুক্তি দাঁড় করানোর ক্ষেত্রে যুক্তির ভীত শক্ত রাখুন। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ সোনালি।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: যতই চাঁদাবাজ ছিনতাইকারী থাকুক আপনার ভয় নেই। আপনার শক্তি দারিদ্রতা। এই শক্তি দিয়েই পারবেন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি রুখে দিতে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ রূপালি।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: সময় চলতে থাকবে সময়ের মত। থেমে থাকবে গাড়ি, পেছন থেকে ট্রাক দেবে ধাক্কা। আজকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে কিন্তু। পেছন থেকে ধাক্কা খাওয়ার আগেই থেমে থাকা বন্ধ করুন। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ গোলাপি।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: স্নায়বিক দুর্বলতা নিয়ে স্নায়ুযুদ্ধে জড়াতে গিয়ে মেজাজ হারিয়ে ভজঘট পাকানোর আগেই স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার দেখান। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ লাল।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: বছর বছর ধরে জমিয়ে থাকা প্রিয় শীতের পোশাক আলমারি থেকে টেনে বার করে দেখলেন পোকা নয়ত ইঁদুরে কেটেছে। এই যে সারাদিন মাইকিং হয় চায়না তেলাপোকা চায়না তেলাপোকা, কানে কি তুলো গুঁজে রাখেন? ওগুলো কিন্তু ভালই কাজে দেয়। ব্যবহার করে দেখতে পারেন। (যদিও আমাকে কোনো কোম্পানি স্পন্সর করেনি তাও একটু জ্ঞান দেওয়া, নিজের প্রিয় শীতের ফ্ল্যানেলের জ্যাকেট টা কেটেছে তো তাই ভাবলাম....)। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কমলা।  

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.