ছবিঃ সংগৃহীত।
দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: নানাবিধ চাপের বহিঃপ্রকাশ হিসেবে হুট করে একটা ভায়োলেন্ট কিছু করে বসতে পারেন। এতে আপনার সমূহ বিপদ। জোরে জোরে দৌড়ান, হাঁপাতে হাঁপাতে দম বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা পর্যন্ত দৌড়ান। নিয়মিত অল্প সময় হলেও এই কাজটি করুন। আর একদিন শীতের রাতে পকেটে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে দেখুন রাস্তায় শুয়ে থাকা মানুষদের। জেগে থাকলে কথা বার্তা বলুন। সাহায্য করুন। নেশাখোর না কি এসব বাছবিচার করতে যাবেন না। ভায়োলেন্ট চিন্তাভাবনা সরে যাবে মাথা থেকে। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ কালো।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনার অযথা অহংকার আপনার কীর্তিগুলো সব ধুলোয় মিশিয়ে দেবে। মাটির মানুষ মাটিতে মিশে যাবেন একদিন সে তো খুবই ভাল কথা। কিন্তু সেটা শান্তিতে হোক। অহংবোধ এর লেলিহান শিখায় আর কতদিন জ্বলবেন? মাটির মানুষ অহংবোধে পুড়ে ইট হওয়ার দরকার কি? শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ কালো।
মিথুন [২১ মে-২০ জুন]: ছুটির দিনগুলো একজনের সাথে আরেকজনের মিলছে না বিধায় যোগাযোগ স্তিমিত করে ফেলবেন না ধীরে ধীরে। যেদিন আপনার কাজ নেই সেদিন অন্তত একটু ফোন টোন করুন। তবে রাস্তা ঘাটে ‘টোন’ করবেন না। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালো।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: ধার করে ভুলে গেছেন, হতেই পারে। উলটো ফাঁপরবাজি করছেন কেন? ভুলটা স্বীকার করে নিয়ে ঋণ পরিশোধ করে ফেলুন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আত্মীয়তা টেকাতে গিয়ে জমিজমার হিসেবে ছাড় দেবেন না। নিজেরটা নিজে বুঝে নিন, ভোগদখলের কথা ভাববেন ও না। ভাবার সুযোগ ও দেবেন না। দলিলপত্র ঠিকঠাক হয়ে যাবার কদিন পর দেখবেন আত্মীয়তার সম্পর্কে তিক্ততা ঠিক হয়ে গেছে। কিন্তু একটা হঠাৎ দরকারে যখন এত্তগুলো টাকার প্রয়োজন হবে তখন জমিগুলো ঠিকই কাজে আসবে। আত্মীয়দের কাছে ভাল ব্যবহার, সৌহার্দ্য, সাপোর্ট, ভালবাসা, সান্তনা এসব আশা করে পেতে পারেন। টাকা পাওয়ার আশায় না থাকাই ভাল। শুভ সংখ্যাঃ ৭৭৭। শুভ রংঃ কালো।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: শীতে কষ্ট হচ্ছে? বউ নাই? ইনকাম ভরপুর? নাহ। বাপের টাকা অনেক? নাহ। বিসিএস এ টিকেছেন? নাহ। মন্ত্রী মিনিস্টারের ছেলে-মেয়ে? আরে মন্ত্রীসভাই তো নেই। ধুর মিয়া বিয়ের চিন্তা বাদ দিয়ে সরিষার তেল ডলে ডাবল কম্বল জড়িয়ে ঘুম দিন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: এই যে আপনি যা হবার হবে ভেবে ফোনের ব্যালেন্স পুরোপুরি শূণ্য করে ফেলেন এতে তো মাঝরাতে রাস্তাঘাটে বিপদে পড়বেন। এই অভ্যাসটা বাদ দিতে হবে। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ কালো।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: ভেবে ভেবে শীতকাল পার করবেন গরম এলে মাথা গরম করে দিগ্বিদিক জ্ঞানশূণ্য হয়ে হাম তাম করে বেড়াবেন? আড়মোড়া ভেঙে উঠুন। হৃদরোগ দানা বাঁধছে। কার্ডিও করুন। চিনি ছাড়া ব্ল্যাক কফি খান। এরপর যা ভাবছেন তা করা শুরু করে দিন। দৌড়ঝাঁপ করতে হবে একটু। শীত থাকতে থাকতে দৌড়ঝাঁপ করে নিন। গরম এলে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার সুযোগ পাবেন। শুভ সংখ্যাঃ ৭.৩০ (ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা আরকি, মানে বুঝতেই পারছেন…) শুভ রংঃ কালো।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: যা ভাবছেন তা অন্য কেউ ভাবছে কিনা সেটা নিয়েও ভাবছেন। আপনার ভাবনা অন্য কেউ ভাবছে এটা নিয়ে যে আপনি ভাবছেন সেটাও কি অন্য কেউ ভাবতে শুরু করেছে? আপনি ভাবনার ফাঁদে পড়েছেন? সে কি অভিনেত্রী ভাবনা? হুমমম…শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ কালো।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: দিন যায়……কথা থাকে! ভাই সময় করে কথা টা সেরে ফেলুন না। এরপর অন্য গান শুনুন। আর শুনুন ভাই স্বপ্নকে বাড়ি পাঠাবেন কেন? স্বপ্ন লালন করুন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ নীল।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: শ্বাসকষ্ট ভোগাবে। গুরুত্বপূর্ণ সময়ে যানবাহন সঙ্কটে পড়বেন। অর্থযোগ আছে অর্থযোগ! এই খবর কাউকে দিলেও ট্রিট চাইলে বলবেন কানে বড্ড ঝামেলা করছে ইদানিং। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালো।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: কেন বেঁচে থাকা? কেন? এই প্রশ্ন আসে মনে? এই মানুষের জীবনটা একটা বিরাট উপহার। বিড়াল হয়ে জন্মালে আপনার জন্য আলাদা রাশিফল লিখতে হত। ম্যাঁও, মিঁয়াও। সেটা আবার পড়তে পারতেন কিনা কে জানে। সৃষ্টিকর্তার এই উপহার জনহিতৈষী কাজে ব্যবহার করুন। এলাকার বিড়ালগুলোকে খাওয়াতে পারেন সময় করে সপ্তাহে যে ক’দিন পারেন। তবে এই মূল্যবান জীবনের মূল্যবান সময় নষ্ট করে বিড়ালগুলোকে রাশিফল শেখাতে যাবেন না। কামড়ে দেবে। পরে জলাতঙ্কের টিকা নিতে হবে দুই হাতে চার চার মোট আট টা। শুভ সংখ্যাঃ ৮৮৮। শুভ রংঃ লাল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh