× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩ দিনের রিমান্ডে সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর

ডেস্ক রিপোর্ট।

২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত-২ টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন এ আদেশ দিয়েছেন।

আজ (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.