আজ (৪ ডিসেম্বর)
জুলাই-আগস্টে ঘটে যাওয়া নজিরবিহীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামীলীগ
সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে সকাল ১০টা ২০ মিনিটে প্রিজন
ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনালের
হাজতখানায় তাদের কিছুক্ষণের জন্য রাখা হয় যেখান থেকে তাদের বিচারপতি মো. গোলাম মর্তুজার
নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হবে।
ট্রাইব্যুনালের
প্রসিকিউশন কক্ষে তাদের শুনানি করবেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার
হুসাইন তামিম।
গত ২ ডিসেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন
বেঞ্চ বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
রাজধানীর
ধানমন্ডি এলাকা থেকে গত ৬ নভেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন
আমুকে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির
হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা।
প্রায় ৪ ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
সাবেক খাদ্যমন্ত্রী
কামরুল ইসলামকে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার
করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ দুই আসামি
হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।