সম্প্রতি
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় ভারতীয় মিডিয়া 'বাংলাদেশে সংখ্যালঘুদের
ওপর নির্যাতন চলছে' বলে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। শুধু এতেই সীমাবদ্ধ নেই, বিষয়টি
দেশটির পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে। কলকাতায়, এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি
হাইকমিশনে হামলা ও অরাজকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করা হয়েছে।
আজ (৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর
দপ্তরে তাকে তলব করা হয়েছে।
ত্রিপুরা
রাজ্যের রাজধানী আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’সহ কয়েকটি সংগঠনের
সমর্থকেরা এ হামলা চালান।
ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছেন, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি
কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এ
ঘটনায় ত্রিপুরায় আজ মঙ্গলবার ৭
জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রশাসনিক
ব্যবস্থা নেওয়া হয়েছে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।