× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামদর্দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

২৩ নভেম্বর ২০২৪, ১৯:১৯ পিএম

স্বাস্থ্য ও শিক্ষাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে চালু হলো ট্রাফিক পুলিশ বুথ। বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক ক্রয় জাফর সাদেকসহ অনেকে।

এ সময় হামদর্দ কর্মকর্তারা বলেন, ‘‘ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সবসময়ই মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ায়। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবার মানসিকতা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছে।’ জনকল্যাণে ট্রাফিক পুলিশ যেকোনো উদ্যোগ গ্রহণ করলে, সেসব কর্মকান্ডেও হামদর্দ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান কর্মকর্তারা। ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে নগরবাসী ও পথচারীদের তৃষ্ণা নিবারণে আপ্যায়ন করানো হয় শত বছরের ঐতিহ্যবাহী সবার প্রিয় শরবত রুহ্ আফজা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.