× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি দেওয়া যাচ্ছে বিকাশে

সুযোগ থাকবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

২০ নভেম্বর ২০২৪, ১৪:৪১ পিএম

প্রতিবছরের মত এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তিচ্ছু শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারবেন বলে সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সুযোগ থাকবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আর সঙ্গে পাওয়া যাবে ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দিনের মধ্যে ন্যূনতম ৩০০ টাকার পণ্য বা সেবা কিনে বিকাশ পেমেন্ট করার সময় ওই কুপন ব্যবহার করে ডিসকাউন্ট পাওয়া যাবে। ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা হবে ৪ জানুয়ারি। ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ক্যাডেট কলেজ আর্মি ও ক্যাডেট কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইটে।

আবেদন করতে ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ বা সাইন আপ' বাটনে ক্লিক করতে হবে। পরে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল, ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে। পরের ধাপে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘পেমেন্ট' অপশন থেকে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত ফি (২,৫০০ টাকা) পে করতে হবে।

সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের ফোনে একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।

দেশে বর্তমানে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এসব কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি বিকাশে পরিশোধ করে আবেদনকারীরা শর্তসাপেক্ষে তিন থেকে চার কার্যদিবসের মধ্যে পেতে পারেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। বর্তমানে এক হাজারের বেশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ও একাডেমিক ফি-সহ বিভিন্ন ফি বিকাশে পরিশোধ করা যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.