অক্সফোর্ড
ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল 'আনফ্রেন্ড'। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক
নেটওয়ার্কিং সাইটে কাউকে 'বন্ধু' তালিকা থেকে বাদ দেওয়া।
কৌতুক অভিনেতা
এবং লেট নাইট শো 'জিমি কিমেল লাইভ'-এর হোস্ট জিমি কিমেল ২০১৪ সালে 'আনফ্রেন্ড ডে' প্রতিষ্ঠা
করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে
বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া।
আজকাল সামাজিক
যোগাযোগমাধ্যমে এমন অনেকে বন্ধু তালিকায় যুক্ত হয়ে যান, যাদের আমরা চিনি না। এমনকি
তাদের সঙ্গে আমাদের কখনো যোগাযোগও হয় না। অনেকে আবার অহেতুক মেসেজ, কমেন্ট করে বিরক্তও
করেন।
কাজের ব্যস্ততায়,
আলসেমি, চক্ষু লজ্জায় কিংবা অন্য কোনো কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের চাইলেও এতদিন আনফ্রেন্ড
করতে পারছিলেন না, আজ করে দিন। কেননা এসব বিরক্তিকর এবং অপছন্দের অথবা অপরিচিত মানুষকে
ছাঁটাই করার দিন আজ। কারণ, আজ (১৭ নভেম্বর) আনফ্রেন্ড দিবস।