× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৪ পিএম । আপডেটঃ ১২ নভেম্বর ২০২৪, ১৩:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস।  এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আসুন নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই’। সারাদেশে নিউমোনিয়া প্রতিরোধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানাপ্রকার কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মোতাবেক, চলতি বছরের ১০ মাসে দেশে নিউমোনিয়ায় ২ লাখ ১৬ হাজার ৪২৬ শিশু আক্রান্ত হয়েছে। সেই হিসাবে প্রতি ১ দিনে  দেশে গড়ে ৭০৯ জনের শরীরে রোগটি শনাক্ত হচ্ছে। গত বছর এ রোগে আক্রান্ত হয়েছিল ২ লাখ ৪ হাজার ৪১২ শিশু। তবে তাদের প্রায় শতভাগই নিউমোনিয়া প্রতিরোধে সরকারি টিকা নিয়েছে বলে জানা গেছে।

ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের এ রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। এ ছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া।

সাধারণত ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়।

নিউমোনিয়া রোধে সবসময় পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, সুষম খাবার খেতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। অন্যের সামনে হাঁচি বা কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে।

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে রক্তে অক্সিজেনের অভাব (হাইপক্সেমিয়া) গুরুতর সমস্যা তৈরি করছে, যা কমানোর মাধ্যমে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


উপসর্গ বা লক্ষণ


নিউমোনিয়ার উপসর্গগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। এটা নির্ভর করে শারীরিক অবস্থা এবং কী ধরনের জীবাণুর সংক্রমণ হয়েছে তার উপর। তবে সাধারণত যে লক্ষণগুলো দেখে বোঝা যাবে আপনি নিউমোনিয়ায় আক্রান্ত সেগুলো হলো- জ্বর, কাশি, শ্বাসকষ্ট, কাঁপুনি, অতিরিক্ত ঘাম, বুকে ব্যথা যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে উঠানামা করে, মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা ও ক্লান্তি।


কখন চিকিৎসকের কাছে যাবেন


অস্বাভাবিক জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম, বুকে ব্যথা- এই লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়া যারা বৃদ্ধ এবং শিশু, যারা ধূমপান করেন, যারা ফুসফুসে কোনো আঘাত পেয়েছেন, যাদের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নেওয়া অথবা অন্য কোনো ওষুধ খাওয়ার ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এসব ব্যক্তিরা তো দেরি করবেনই না।


শনাক্তকরণ


শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, বুকের এক্স-রে, রক্ত এবং কফ/শ্লেষ্মা পরীক্ষা।


চিকিৎসা ও সতর্কতা


অ্যান্টিবায়োটিক, প্রচুর তরল খাবার, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে হাত ধুতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, সুষম খাবার খেতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে।


অন্যের সামনে হাঁচি/কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি/কাশি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে। টিকা দিতে হবে। যেমন- ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুবই কার্যকর। পাশাপাশি ডায়াবেটিস, এইডস, পুষ্টিহীনতা ইত্যাদির চিকিৎসা করাতে হবে।






Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.