× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: বিভিন্ন সিনেমায় দেখেছেন কি না জানিনা, অপারেশন থিয়েটারের বেডে রোগী, অপারেশন চলছে, এমন সময় ফুট্টুস করে ইলেক্ট্রিসিটি চলে গেল। এরপর কোত্থকে যেন মোমবাতি, টর্চ, হারিকেন ইত্যাদি এনে সার্জন বেশ একটা অসাধ্য সাধন করে ফেললেন। অপারেশন সাকসেস্ফুল! কিন্তু ইলেকট্রিসিটি তে তো খালি বাতি নিভে যায়নি, রোগীর পাশেই যে একটা মনিটরে পালস/হার্টবিট, আরও কতকিছু দেখা যাচ্ছে সেটাও বন্ধ হয়ে গেছে। অক্সিজেন ইত্যাদির কথা নাহয় বাদই দিলাম। আর ঐ মনিটর ওয়ালা যন্ত্রটা থেকে বিভিন্ন তার টার রোগীর শরীরে লাগানো থাকে সেগুলোর যেন কোন দরকার নেই। এক হারিকেনেই সব সাকসেস্ফুল হয়ে যাবে(!)। এমন দেখে আপনিও দিব্যি চলছেন যে একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ করতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত ব্যাকআপ রাখুন ভাই। নইলে ভাগ্য আপনাকে যেকোনো সময় হাতে হারিকেন ধরিয়ে দিয়ে যাবে। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কাঁচকলার রং। 


বৃষ [২১ এপ্রিল-২০ মে]: রক্তে আপনার বিদ্রোহ! তাই ফোঁসফোঁস করেন দিনরাত? ভাই তেলচর্বি খেতে খেতে রক্তে কোলেস্টেরল এর মাত্রা বেড়ে গেছে আপনার। বিদ্রোহ যে উপায়েই করুন না কেন  কোলেস্টেরলের মাত্রা টা আগে কমান, তাতে ফোঁসফোঁসানি থামিয়ে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে বেশ সুবিধে হবে। শুভ সংখ্যাঃ ৯০। শুভ রংঃ হলুদ।


মিথুন [২১ মে-২০ জুন]: স্বাভাবিকের চেয়ে বেশি খাতির যত্ন সয় না তো আপনার? মনে হয় কোন একটা ঘাপলা চলছে? সবাই মিলে কিছু একটা ষড়যন্ত্র করছে? আপনার কাছ থেকে কিছু একটা বাগিয়ে নেবে? শুনুন, সবার না এত সময় নেই আপনাকে নিয়ে এসব ভাবার। আর আপনার কাছ থেকে বাগিয়ে নেবার মত গুরুত্বপূর্ণ কিছু কি আছে আপনার কাছে? শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ লাল।


কর্কট  [২১ জুন-২০ জুলাই]: তালজ্ঞান নেই আপনার সবার সাথে তাল মেলাতে গেলে তো মাথার ওপর তাল পড়বেই। আগে তালগাছের মত স্থির হোন। আগে বুঝুন, রিদম টা আস্তে আস্তে ধরার চেষ্টা করুন। সবার সাথে পরে, আগে বাতাসের সাথে হালকা করে পাতাগুলো নাড়ান, আপনি কিন্তু এখন তালগাছ, স্থির, মনে রাখবেন, তালগাছের পাতা কিন্ত বেশ ভারী, ঝড়ঝাপ্টায় নারকেল বা সুপারি গাছের পাতার ব্রেক ড্যান্স দেয় না। একবার ঝড়ের সঙ্গে সিস্টেমে তাল মেলাতে পারলে, পরে আস্তে আস্তে সব সহজ হয়ে যাবে। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।


সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: কিডনি বিক্রি করার কথা ভাবছেন? অর্থনৈতিক দুরবস্থা? আপনার কিডনি দু’টোর ও যে দুরবস্থা সেটা কি জানেন? বেশি করে পানি খান। নাহলে কে কিনবে নষ্ট কিডনি? আর অর্থনৈতিক দুরবস্থাটা কিছুদিন থাকবে, আপনার এটা মানিয়ে নিয়েই বেশি বেশি পানি খেয়ে যেতে হবে। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ ঘন দুধ চায়ের কালার।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আলাদা করে বলতে পারছি না যে চাচার ফ্যামিলির সঙ্গে ঝামেলা লাগবে নাকি ফুপুর, তবে পারিবারিক একটা কোন্দল যে হতে যাচ্ছে সেটা বলতে পারি। কিন্তু ভাই মাথা ঠান্ডা! রক্তের সম্পর্ক থাকলেই রক্তারক্তি করার দরকার নেই। সংলাপে বসুন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ ধূসর সবুজ।


তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কিছু একটা করতে হবে তাই করা এটা চিন্তা করে তো ছাইপাশ করে সময় নষ্ট করার মানে নেই। এর থেকে ধিম করে রাস্তায় গিয়ে চেনেন না জানেন না এমন কারো মাথা ফাটিয়ে দিন, এরপর দেখবেন থানা-পুলিশ, কিভাবে সময় কোনদিক দিয়ে যাচ্ছে। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ সবুজ।


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: মাছ খান না, মুরগিতেই ভরসা। গরু/খাসিও চলে সমানে। তারপরেও গলায় কাঁটা কোত্থেকে ফুটল? কোত্থেকে? কোত্থেকে? শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ  নিওন গ্রিন। 


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ধারণক্ষমতা ৫ টন, সাঁটিয়েছেন মোট ৭ টন। মাঝরাস্তায় ট্রাক উলটে ৭টন নষ্ট, সাথে ট্রাকটাও গেল। হয় ধারণক্ষমতা বাড়ান, নয়তো যেটা আছে সেই মোতাবেক চলুন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ তুন্দ্রা অঞ্চলের খেঁকশিয়ালের রং। একটু কমলা একটু বাদামি এরকম। আবার লেজের দিকে সাদাও আছে।


মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: বিয়ের সিজন, পকেটে গ্যাসের ওষুধ আর খালি পেট নিয়ে ঘুরছেন একদম এমন খাওয়াটা দেবেন যেন শেষদিকে যারা বসবে তাদের যেন শর্ট পড়ে যায়। কিন্তু আপনাকে জানানো হল, ‘আসলে ছোট করে আয়োজন করছি তো, সামনে বড় আয়োজনে ডাকব’। যান ভাই দুঃখভরাক্রান্ত মন নিয়ে ফুলপ্লেট কাচ্চি, এক লিটার বোরহানি নিয়ে এসে বসুন। তবে খাওয়ার সময় ফেসবুক চালাবেন না, বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো সামনে চলে এলে কাচ্চির স্বাদ টা আর ভাল লাগবে না তখন। একেবারে খেয়ে বসে ঢেঁকুর তুলতে তুলতে বসে স্ক্রল করুন, লাভ রিয়্যাক্ট দিয়ে স্ক্রল ডাউন করুন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ সোডিয়াম বাতির আলোয় লাল রঙের জামা পরলে যে রং দেখায় সে রং।


কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কিছু কিছু দিন এমন যায়, দিন শেষে মনে হয় এইতো বেশ আছি। সেটা প্রতিদিন আশা করা টা অযৌক্তিক নয়। তবে সেটাই যদি ধরে বসে থাকেন, দিনশেষে তো মেজাজটা খারাপ হবেই। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: যখন ধরাবাঁধা নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নিয়ে হালকা রিল্যাক্সের বদলে ঘোরতর অনিয়ম করবেন তখন দরজায় দুদক এসে কড়া নাড়লে জানালা দিয়ে পালাতে পারবেন না। থাকেন তো বেশ ওপরতলায়। শুভ সংখ্যাঃ ২,৪,৬। শুভ রংঃ সাদা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.