দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: আপনার সামনে অপশন বেশি দেওয়া হলে আপনার যে কনফিউজড হয়ে যাওয়ার প্রবণতা, এটা এড়াতে এমন একটা পর্যায় নিয়ে যান নিজেকে যখন আর অপশনগুলো থেকে একটা দুটো বেছে নিতে হবে না। যেন বিরক্ত হয়ে যান এই ভেবে, আরে সব তো আছে……যাই নতুন কিছু ভাবি। শুভ সংখ্যা ৮৯। শুভ রংঃ হলুদ।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: ব্যবসার পরিসর বৃদ্ধি করার সময় এসেছে। এক মাথায় বেশি লোড নিলে যে ভীতের ওপর দাঁড়িয়ে পরিসর বাড়াতে চাইছেন সেটাও নড়ে যাবে। দক্ষ লোক নিয়োগ দিন। শুভ সংখ্যাঃ ০,৬,৯। শুভ রংঃ লাল।
মিথুন [২১ মে-২০ জুন]: আপনার কাছে কোনো খবরকে আর সুসংবাদ বা দুঃসংবাদ লাগে না, একটু পানসে, একটু ‘সব বুঝে গেছি’ টাইপের মেজাজে জীবন চলছে। আপনার জন্য আসছে ব্রেকিং নিউজ ভায়া। নড়েচড়ে বসবেন। শুভ সংখ্যাঃ ৭০। শুভ রংঃ কলাপাতার রং।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: আপনার খুব কাছের কেউ নিচে নামতে নামতে এমন নিচে নেমে গেছে যে তাকে টেনে তুলতে গেলে আপনিও পড়ে যাবেন। আপনি ফায়ার সার্ভিসে ফোন দিন, ওরা মই,দড়ি, ক্রেন ইত্যাদি ব্যবহার করে তাকে উঠিয়ে আনবে। ফোনটা দিতে কিন্তু আপনাকে কোথাও নামতে হচ্ছে না। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ কালো।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনার যে গায়ে যে সেলাইয়ের দাগ দেখে মানুষ আপনাকে ভয় পায় আর আপনিও সেটার অ্যাডভান্টেজ নিয়ে বেড়াচ্ছেন, একবার ভাবুন তো লোকে যদি জানে সেটা কোপের দাগ নয়, বা ছুরির পোঁচের নয় আপনি ঝালমুড়ি খেতে খেতে,’ টম ক্রুজ বুড়ো হয়ে যাচ্ছে তার জায়গাটা নিতে হবে এখন’ এটা ভেবে আকাশের দিকে হাঁটতে হাঁটতে নর্দমায় পড়ে গিয়ে কেটে গিয়েছিল সেই দাগ তাহলে কি রকম একটা বেইজ্জতি হবে? শুভ সংখ্যাঃ ১৮। শুভ রংঃ কালো।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: শ্রম দিতে জানেন না, জ্ঞান দিতে জানেন সাইডে বসে? জ্ঞানতা সবাই দিতে জানে না। সাইডে না। একদম সেন্ট্রালে গিয়ে জ্ঞান দিন। শুভ সংখ্যাঃ ১৩। শুভ রংঃ হলুদ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: যখন আপনার হাতে একদমই কম সময় তখন এক্সট্রা ঝামেলাগুলো সয়ে নিয়ে আগে কর্ম সম্পাদন করুন। কাজ শেষে রিল্যাক্সে একটা জুস খেতে খেতে ঝামেলাগুলো ডিল করুন। রসিয়ে রসিয়ে করতে হবে, তাই জুস তা আবশ্যক। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ নীল।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনি যখন এই লেখাটা পড়ছেন তখন হন্ডুরাসের প্রেসিডেন্ট কে হয়ে গেল এটা ভাবলে যান গিয়ে আন্তর্জাতিক খবর দেখুন। মনযোগের অভাব+সিদ্ধান্তহীনতার অভাব দুটোর মাঝে যে কানেকশন আছে সেটা নিয়ে একটু কাজ করতে হবে আপনার। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কালচে রূপালি।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: যার বেশি দোষ তাকে বেশি শাস্তি দিলে ‘সবাই কম শাস্তি পেল তাই বেইনসাফি হবে’ এমন ভাবছেন কেন? এমনটা ভাবতে পারেন না যে, বাকিরা তখন চিন্তা করতে পারে, এ বেশি দোষ করেও কম শাস্তি পেল তাহলে আমরা এরপরের বার আরও বেশি করে দোষ করব? শুভ সংখ্যাঃ ২২ শুভ রংঃ কমলা।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: কালবোশেখি ঝড়ের নাম এটা দিয়েছে কেন? সেই ঝড়ের সময় আকাশ কালো হয়ে যায় তাই বলে নাকি তা ‘কাল’ ডেকে আনে তাই বলে? অন্য (বাংলাদেশে) ঝড়ের সময় আকাশ কালো হয় না? নাকি বাকি ঝড়গুলো সব শুভ? শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ তাম্রবর্ণ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: এবার ফলন কম পাবেন শীতকালীন এগ্রো প্রজেক্ট থেকে। না ভাই কৃষি, ফসল, সবজি, এসব শব্দ এখানে ব্যবহার করা হয় না। এটা ইংলিশ মিডিয়াম রাশিফল। শুভ সংখ্যাঃ ৫০। শুভ রংঃ শ্যাওলা রং(বায়োলজি বেশি জানা থাকলে সেটা আপনার কাছে রাখুন, পালটা প্রশ্ন কেন করছেন কোন শ্যাওলার রং?) শুভ সংখ্যাঃ ২০০।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: অ্যালার্জি সংক্রমণ হতে যাচ্ছে। হাঁচি দিতে দিতে এমন অবস্থা হবে যে দুঃস্বপ্নেও দেখবেন ধূলাবালি ফিরে ফিরে আসছে। শুভ সংখ্যাঃ ১০০০ শুভ রংঃ সাদা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh