দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আপনি কোনো নিয়ম কানুন মানেন না, না খেয়ে লম্বা সময় যেটা পার করেন তখন পানিও খান না। আপনার দিকে 4G গতিতে এগিয়ে আসছে আলসার। ভয়াবহ আলসার। পরে চাইলেও খেতে পারবেন না খাদ্যনালী পাকস্থলী জ্বলে যাবে সব আলসারটা সেরে গেলেও তার দীর্ঘমেয়াদি ফল ভোগ করতে হবে। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ লাল।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: নতুন যায়গায় যাওয়ার আগে একটু জেনেশুনে নিন পথঘাট কেমন কি হিসাব-কিতাব। ‘আরে গিয়ে দেখা যাবে’ এই মানসিকতা ঝেড়ে ফেলুন। পরে গিয়ে আউলে যাবেন, হয় ভুল রাস্তায় যাবেন, না হলে ভাড়াটা বেশি নিয়ে নেবে, সময়টা পথেই বেশি চলে যাবে। এসব আপনার যদি ভাল লাগে আলাদা কথা। তবে পথের আনন্দ যেদিন নেবেন সেদিন এই ব্যাপারটা নিশ্চিত রাখতে হবে যে গন্তব্যস্থলে তেমন গুরুত্বপূর্ণ কিছু অপেক্ষা করছে না। শুভ সংখ্যাঃ ৯৬। শুভ রংঃ কালো।
মিথুন [২১ মে-২০ জুন]: ত্বকে বিশ্রী লেভেলের একটা সমস্যা আসন্ন। আপনি বেলা ১১টা থেকে ২টার মধ্যে যে রোদের ভেতর ঘুরে বেড়ান ছায়া দিয়ে হাঁটার বালাই না করে তাতে আপনার ত্বকে সূর্যের অতিবেগুনি রশ্নি কি কি ক্ষতি করছে তা একটু গুগল মামার কাছ থেকে জেনে নিন। স্কিন ক্যান্সার কিন্তু খুব বেশি ‘দূর-কি-বাত’ নয়। আর ছায়ার জন্য অভিযোগ না করে সঙ্গে ছাতা রাখুন, আর গাছ লাগান। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ মেরুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: দাম্পত্য কলহ বাড়বে। দুরপাল্লার ভ্রমণে অনাকাঙ্খিত বিপদে পড়ার সম্ভাবনা প্রবল। আয়নার সামনে দাঁড়িয়ে বেশিই সময় নষ্ট করে ফেলছেন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ হলুদ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনার খুবই চেনা পরিচিত রাস্তায় আজকে হোঁচট খাবেন আপনি। শুভ সংখ্যাঃ ৩,৬,৯। শুভ রংঃ গোলাপি।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: যেভাবে ভাবছেন ঠিক তেমনটাই হবে যদি আপনি সুদৃঢ় থাকেন। নিজের ওপর নিজেরই সন্দেহ থাকলে তাহলে কিভাবে হবে? কাজ হবে রিল্যাক্সে! শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ গোলাপি।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: এখন তুলা রাশি যার, বিনিয়োগের জন্য তার শ্রেষ্ঠ সময়। ঘাড় লক খেয়ে আছে কাজ করতে করতে? ইউটিউবে কয়েকটা এক্সারসাইজ আছে সেগুলো দেখে লক খাওয়া ঘাড় আরও কি খেয়ে ফেলতে পারে খোদা মালুম। ম্যাসাজ নিন, সেলুনে গিয়ে ঘাড় মাথা বানিয়ে দিতে বলুন, নয়ত বাসায় কাউকে ঘড় টিপে মালিশ করে দিতে বলুন, আপনার সামর্থ্য, সময় এবং লিঙ্গভেদে। তবে ঘাড়ের লক ছুটে যাওয়ার পর কিন্তু ওই ইউটিউব ভিডিওগুলো আবার দেখে আস্তে আস্তে কিছু কৌশল আয়ত্ত্বে আনুন, আনলকড ঘাড় নিয়ে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: চুলপড়া বাড়বে। তার সঙ্গে সঙ্গে বাড়বে কানপড়া। কানপড়া শুনে নিয়ে ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলুন খুশকিও। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ সাদা
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনার পূর্বপুরুষরা আপনাকে দেখে হাসছে! বিশালাকায় ম্যামথ শিকার করতো যারা তাদের তো আপনাকে দেখে হাসি পাবেই, আপনি সবকিছুকেই অযথা ভয় পাচ্ছেন। আর ম্যামথ কি না জানা থাকলে আছেন গুগল মামা। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ আসমানী।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মোজো খেয়ে আসমানে পাখা মেলছেন? শুনুন। কোলাজাতীয় পানীয় বেশি খেলে কোষ্ঠ্যকাঠিন্য হবে। আর হাই সুগার, ব্লাড প্রেসার অন্যান্য ক্ষতিগুলোর কথাআ নাই বললাম ওগুলো আপনি নানা উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু কোষ্ঠ্যকাঠিন্য নিয়ে বেশিদিন চললে আসমানে পাখা না কি যে মেলে উপুড় হয়ে শুয়ে থাকতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প খান, আসমানে পাখা মেলতে থাকুন, অন্যকিছু নয়। শুভ সংখ্যাঃ ৩০০। শুভ রংঃ সবুজ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: বইপড়ে সাইকেল চালানো শিখতে পারবেন না। রাস্তায় নামুন। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ গোলাপি।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: খুব আচমকা একটা ফোনকল আসবে, ইমার্জেন্সি। ফোনটি সবসময় সাথে রাখুন। শুভ সংখ্যাঃ ৪। শুভ রংঃ কালো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh