দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: ঠান্ডা-জ্বরের ওষুধ কিনে রাখুন। আর সঙ্গে ভিটামিন সি। জ্বর এলে কম্বল জড়িয়ে ঘুম দেবেন। শরীরের ওপর বেশি চাপ পড়ে যাচ্ছে। বিরতি নেওয়া শিখুন। ফিটনেসবিহীন গাড়ি চালায় লাভ নাই। সম্পদে প্রবৃদ্ধি আসন্ন। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিন। শুভ সংখ্যাঃ ৪। শুভ রংঃ হলুদ।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: চোখে বেকায়দা আঘাত লাগার সম্ভাবনা প্রবল। গত বন্যায় ফসলি জমি গেছে এবার গেছে ঘর? তোমার তো ভাই আপন কেউ নাই, সবাই তোমার পর। ভাটি অঞ্চল ছাড়তে হবে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ লাল।
মিথুন [২১ মে-২০ জুন]: ভর্তুকি দিয়ে জোর করে চালানো প্রকল্পটি বন্ধ করে দিন। নতুন কিছু আগে ভেবে তারপর বন্ধ করুন। সম্পদের সুষম বন্টন ও সময়ের সঠিক ব্যবহার জানা নেই আপনার। তেলাপোকা বিরক্ত করবে, ওড়াওড়ি করতে থাকবে। জানালা খুলে ভাগিয়ে দেবেন? নাকি এক ঝাড়ুর বাড়িতে গলে যাবে এই পতঙ্গ? উঁহু! ও বিরক্ত করতেই থাকবে। একটা অ্যারোসল কিনে আনুন। শুভ সংখ্যাঃ ৮,৯,১০। শুভ রংঃ কালো।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো বাড়ির আশাপাশ দিয়ে যখন যাবেন কিছু বুঝে ওঠার আগেই টুপ করে ময়লা ফেলবে আপনার গায়ে। কারো সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার আগে নিজের উদ্দেশ্য স্পষ্ট রাখুন। বড় ধরণের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সবুজ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: অস্থিসন্ধি বোঝেন না হাড়ের জয়েন্ট? যেটা বোঝেন সেখানে প্রদাহ ভোগাবে ব্যাপক। পামপট্টি খেয়ে ফুলে যাবেন না। তেড়েবেঁকে আসা সাপ দেখে উল্টোদিকে দৌড় দিন, বেহুদা সাহসিকতা দেখাতে গিয়ে হাসির পাত্র হবেন না। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ লাল।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: লোকে যে আপনাকে অনেক চালাক ভাবে, আপনার দূরদর্শিতার প্রশংসা করে, আপনি কিন্তু ঠিকই জানেন ঝড়ে বক মরছে আপনার কেরামতি বাড়ছে। পা মাটিতে রাখুন জনাব/জনাবা! এরপরের ঝড়ে মাথার ওপর থেকে ছাদ উড়ে গেলে ওসব প্রশংসা দিয়ে ছাদ বানাতে পারবেন? নাকি খোলা আকাশের নিচে ঘুমাবেন? আসল দূরদর্শিতা আয়ত্ত্ব করতে শিখুন। শুভ সংখ্যাঃ ১,১,১। শুভ রংঃ হলুদ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আপনি এতই একা যে আপনি রোজ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জোরে জোরে নিজের নাম বলে চিৎকার করতে থাকেন আর সেটা প্রতিধ্বনি হয়ে ফিরে এলে আপনার ভাল বোধ হয় যে আপনাকে কেউ ডাকছে, স্মরন করছে! আবার আপনি এতই গরীব যে ঠিক সেখানেই দাঁড়িয়ে ‘টাকা’! বলে চিৎকার দিলে সেটা আর প্রতিধ্বনি হয়ে ফিরে আসে না? শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ ধূসর।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: সম্মিলিত চেষ্টায় পা ধরে যারা টেনে নামাচ্ছে আপনাকে তাদের মাথায় থুতু মেরে লাভ নেই, এদের মাথা ভীষণ মোটা, পা ঝেড়ে একটা লাথি দিন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ ছাইরং।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনার আত্মসম্মান বোধ নেই দেখে ভাববেন না আপনাকে ডিল করতে গিয়ে সবাই আত্মসম্মান খোয়াবে। দেখবেন আস্তে করে কলকাঠি নেড়ে দিয়ে চলে গেছে, অথচ আপনি ভাবছিলেন সবকিছু ক্লিয়ার করে বলবে। অল ক্লিয়ার শ্যাম্পুর নাম থেকে ‘অল’ শব্দ টা বাদ দিয়ে দিয়েছে এ কারণেই, সবকিছু এত স্পষ্ট না, আর ওই শ্যাম্পুতেও সব ক্লিয়ার হয় না। শুভ সংখ্যাঃ ৮। শুভ রংঃ হলদে সবুজ।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: বাচ্চাদের সময় দিন। আপনার ‘কমফোর্ট জোন’ ও যে জঞ্জাল বানিয়ে রেখেছেন, সেটা মোটেও সারভাইভাল টেকনিক নয়। সেজন্য আপনাকে কমফোর্ট জোনের বাইরে গিয়ে হাংকি-পাংকি করতে হবে। কমফোর্ট জোন শুধুই কমফোর্ট জোন। সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার মত অবস্থা বজায় রাখুন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: বিবাদ দেখলে এড়িয়ে যান। একটু দূরে দাঁড়ান। যখন যে কথায় বেশি জোর শুনবেন, গলা মেলাবেন। দর্শক হিসেবে নিরপেক্ষ হয়ে খেলা দেখার একটা মজা আছে। শুভ সংখ্যাঃ ২+২= ৪। শুভ রংঃ আসমানী।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: দূরপাল্লার ভ্রমণ শুভ। যেই ভেজাল তেলে এতদিন গাড়ি চালিয়েছেন, সেটা পরিবর্তন করলে দেখবেন গাড়ি চলছে না। কিন্তু আপনার পরিবর্তনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ভেজালে ফেরত যেতে বলছি না। বলছিলাম গাড়িটাকে একটু সময় দিন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ বেগুনি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh