দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: প্রতিপক্ষ চাপে রাখবে। আচমকা বেকায়দা জায়গায় জুতোর ফিতেয় পা বেঁধে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রিয় পোশাকটি পরতে পারছেন না কারণ সেটা আর ফিট হচ্ছে না? কি করবেন? আপনি ফিট আছেন তো? ফিট মানেই কিন্তু ছিপছিপে গড়ন নয়। লাগলে নতুন প্রিয় পোশাক বানান/কিনুন। ফিট থাকলেই হবে। তবে আজ যদি সারপ্রাইজ পেয়ে যান একটা, শুনে ফিট হয়ে পড়বেন না!। শুভ সংখ্যাঃ ৯,৯০,৩৬০। শুভ রংঃ কালচে রূপালি।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: পঁচা শামুকে পা কাটা আর ভাল শামুকে পা কাটার পার্থক্য টা মানসিক। পঁচা শামুকে পা কাটলে আপনি ভাবতে পারেন, এহ শেষ পর্যন্ত এই?...... এমনটা না ভেবে সাবধানে হাঁটুন। কোথা দিয়ে হাঁটছেন তা লক্ষ্য করুন। পঁচা শামুক নেই ভেবে আরামসে হেঁটে যাচ্ছেন, ধরুন সেখানে না হয় হীরের টুকরোই ছিল। আপনি পা কেঁটে হীরে নিয়ে মনের সুখে বাসায় ফিরলেন। পায়ে পচন ধরল। গ্যাংগ্রিন। হাঁটুর পর থেকে কেঁটে ফেলে দিতে হবে অপারেশনের মাধ্যমে। পঙ্গু হয়ে হাতে হীরের টুকরা নিয়ে আনন্দে(!) বসে থাকুন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালো।
মিথুন [২১ মে-২০ জুন]: দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আজকে একটা লোভনীয় অফার আসবে। স্টক সীমিত। ভাবাভাবির কিছু নাই, অফারটি লুফে নিন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ কমলা।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিতে পারেন। মোটরযানের ত্রুটি সারিয়ে ফেলুন। খেয়ালখুশিমত চলবেন না। তবে কিভাবে চলবেন? সেটাও কিন্তু অন্য কারো খেয়ালখুশিমত। ছোটবেলায় সমাজ বইয়ে কিন্তু সমাজের এই দিকটির ব্যাপারে আলোকপাত করা হয়নি। সেটা আপনার নিজেরই বুঝে নিতে হবে। শুভ সংখ্যা ৫০০। শুভ রংঃ গোলাপি।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: শ্রেণিবিভাজনের শিকার হবেন। ব্যাপারটা মাথা থেকে ঝাড়তে কষ্ট হবে না আপনার। আপনার শক্ত মনোবল দিয়ে আরামসে নারকেল ফাটান! সেটা দেখেও নড়ে চড়ে যেতে পারে অনেক শ্রেণিবিভেদের দেয়াল। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ নীল।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: দাম্পত্য কলহ অনিবার্য। দোষ আপনার জেনেও গলাবাজি করে যাবেন না, সে আপনার জীবনসঙ্গী। রাজনৈতিক প্রতিপক্ষ নয়। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সবুজ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: খেলারাম খেলে যাবে আপনি বসে থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপনার সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন পূর্বক বলছি, মাঠে নেমে যান। নইলে পরে গ্যালারিতেও টিকতে পারবেন না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ লাল।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: একটা বড়সড় অপবাদ ঘাড়ে আসতে যাচ্ছে। চুরি হতে পারে কিংবা হিসাবে গরমিল। দেখুন যার হারিয়েছে বা যারা বলছে তার সঙ্গে আপনার শত্রুতা নেই, সুতরাং ব্যপারটা গাণিতিক। সাইডের চিন্তা বাদ দিয়ে হিসাবটা মিলিয়ে দিন/ যে জিনিস চুরি গেছে যখন গেছে সেটার সঙ্গে আপনার সংযুক্ততা এবং চুরির সময় কোথায় ছিলেন এসব নিশ্চিত করে বলে দিন। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রংঃ গাঢ় নীল।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: হৃদরোগে ভুগবেন। খুব কাছের কেউ একজন বিদেশ পাড়ি জমাবে। তার সঙ্গে একটু সময় কাটিয়ে নিন। উপহার হাসিমুখে গ্রহণ করুন। প্রত্যাখ্যান করলেও হাসিমুখে করুন। শুভ সংখ্যাঃ ২১,১২। শুভ রংঃ ছাই রং।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: সামনে এসে পড়া সোনার থালাও অনেক সময় পায়ে ঠেলতে হয়। যেটা হজম হয় না সেটার দিকে তাকিয়ে প্রতিদিন দীর্ঘশ্বাস ফেলছেন? এটা কিন্তু ভাল প্র্যাকটিস। সেটার জন্য যে পড়িমরি করে ছুটছেন না, বা সেটা গ্রহণ করে যে পস্তাচ্ছেন না। এটাই ভাল। তাছাড়া, দীর্ঘশ্বাস ফেললে মনও হালকা হয়। শুভ সংখ্যাঃ ৬,৪৫। শুভ রংঃ গোলাপি।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পাকস্থলী প্রদাহ ভোগাবে আজকে। তিন চাকার কিছুতে চড়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন দুর্ঘটনা চাকা গুণে আসে না। শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ ছাই রং।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: টাকার হিসাব রাখুন। ছোট ছোট অ্যামাউন্টে টাকা এদিক ওদিক হয়ে যাবে, পরে মোট হিসাবে দেখবেন বড় লস। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এটা পড়া নেই তাই না? বিষয় না। হিসাবটা ঠিক রাখলেই হবে। সব জায়গায় প্রবাদ ঢুকিয়ে কিচ্ছু হবে না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ গাঢ় সবুজ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh