× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২৪, ১২:৪৯ পিএম । আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৪, ১৩:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: দ্বিপক্ষীয় দ্বন্দে আপনার মত প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য কোনো পক্ষের সঙ্গে গোপন আঁতাতের আগে ভেবে নিন আপনার মত আর আপনার থাকছে কি না। বাজারের বড় মাছটা কমে পাবে আজকে। সামান্য ভুলের জন্য আজকে একটা জরিমানা দিতে হতে পারে। অর্থনৈতিক মন্দার শুরু হতে পারে সেখান থেকেই, তাই সদা সতর্ক!। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ ল্যাভেন্ডার। 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: মেঘাচ্ছন্ন আকাশ, কর্দমাক্ত মাঠ, এই অক্টোবরের শেষে এসে কোথায় পাচ্ছেন এসব? ঘুম থেকে উঠুন। বাসায় তুমুল ঝগড়া চলছে দেখুন গিয়ে, কি হচ্ছে না হচ্ছে এসব না দেখেই ঝগড়ার আওয়াজে আপনার ঘুম ভেঙে গেছে বলে গলা ফাটান। সব শেষ হলে বিকেলের দিকে বাসার সবাই মিলে ঘুরতে যেতে পারেন। আচ্ছা দুঃখিত আজকে তো ছুটির দিন নয়। আপনি বোধহয় এখনও ঘুমিয়ে আছেন।  শুভ সংখ্যাঃ ১১০। শুভ রংঃ কালো।

মিথুন [২১ মে-২০ জুন]: কর্মস্থলে যেকোনো ধরণের সমস্যায় বাম হাত ঢোকানোর অভ্যাস এমন কাউকে ইচ্ছে হলেই দু’চারটে কথা শুনিয়ে দিতে পারেন না। তার বাম হাত আছে তাই ঢোকাচ্ছে। আপনার কি আছে? আপনি তো কান পেতে সব শুনে শেষে বাসায় গিয়ে বিরক্তিকর ভঙ্গিতে সেসব পরিবারের লোকজন/মেসের রুমমেট কে শোনান আর ভাবেন কি দারুণ গল্প হচ্ছে! নেহায়েত ভদ্র লোকের সঙ্গে থাকেন বিধায় আপনাকে কিছু বলে না। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ সাদা।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: দরজায় ঠক ঠক! কে এসেছে কে এসেছে? নতুন রোগ এসে বাসা বেঁধেছে! না না মাত্র এসেছে, বাসা বাঁধতে দেওয়া যাবে না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন, দ্রুত দেখাবেন। সম্ভব হলে আজই। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কড়া ভাজা জিলাপির রঙ।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আপনার পোলট্রি ফার্মে মড়ক লাগার সম্ভাবনা আছে। যতগুলো অসুস্থ মোরগ/মুরগি আছে সেগুলো দ্রুত নিকটস্থ রোডসাইড চিকেনফ্রাই এর দোকানে পাঠিয়ে দিন। নাহলে পরে মড়ক লাগলে তো ওই বড় মোরগ পোলাও এর দোকানগুলোর অর্ডার অন্য কারো হাতে চলে যাবে। ব্যবসায় টিকে থাকা জরুরি বিষয়। কি বললেন? বদবুদ্ধি দিচ্ছি? না দিলে কি করতেন? যেখানে অসুস্থ মোরগ/মুরগি গুলো মেরে মাটিচাপা দেবেন, তার আশেপাশে যেনো কুকুর বা অন্য কোন প্রানী না আসে, পরে ওদেরও সমস্যা হবে যেটা ওই চিকেনফ্রাই এর দোকানে দিলে, সেটা খেয়ে মানুষের হত। ভাবছেন যখন ভাল তখন বেশি করে ভাল ভাবুন।  শুভ সংখ্যাঃ ২৫। শুভ রংঃ সবুজ। 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: ব্যাখার অতীত কিছু ঘটে যাবে আজকে। অনেক আগে ধার দিয়ে ভুলে গেছেন এমন কিছু পাওনা মিটবে আজ। চোখের যত্ন নিতে হবে। গাজর খান। শুভ সংখ্যাঃ  ২,৪৫। শুভ রংঃ লাল।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: গতকাল কি ভাবলেন? আসলেই বেশি ভাবা হয়ে যাচ্ছে? আবার বেশি ভেবে যে লাভ হচ্ছে তা আসলে ক্ষণিকের প্রশান্তি? চুল থাকলে ভাল হয় মাথায়? এক কাজ করতে হবে। ঘুমের রুটিন এলোমেলো না করে, কম ঘুমালেও একটা নির্দিষ্ট সময় রাখুন। মেঁথির ব্যবহার জেনে নিয়ে চুলে দিন কিভাবে দিতে হয়। আমি জোতির্বিদ্যায় টুকটাক জ্ঞান রাখি। চুল নিয়ে নয়। শুভ সংখাঃ ৩,২০। শুভ রংঃ অফ হোয়াইট।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]:স্বদেশপ্রেম ও বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দে ভোগার কিছুই নেই। ডিগ্রি নিয়ে ওখানে বসে যাবেন না দেশে ফিরে আসবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে যে জ্ঞানার্জন করলেন, দুনিয়ার যেকোনো প্রান্ত থেকে সেটার প্রয়োগ দেশের খাতে ঘটান। আর আপনি কারো ক্ষতি না করে যেভাবে জীবনযাপন করছেন সেটা নিয়ে সমালোচনার থোড়াই কেয়ার করুন। কারো ক্ষতি যেহেতু হচ্ছে না নিশ্চিন্তের ঘুম দিন। কোমরের হাড়ক্ষয় শুরু হয়ে গেছে। সময় থাকতে প্রতিরোধ করুন। শুভ সংখ্যাঃ ৫,৫৫। শুভ রংঃ সাদা।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: টাকা আসছে! টাকা আসছে! টাকা আসছে! খুশির খবর দিলাম। সংবাদ সারাবেলার ঠিকানায় মিষ্টি পাঠিয়ে দেবেন!। আর হ্যাঁ সেই টাকার হিসাবটা ভালমত করবেন। কিছু মানুষ এদিক ওদিক দাঁড়িয়ে আছে খুচরো কি পড়বে এদিক ওদিক থেকে সেটা কুড়িয়ে চলে যাবে। শুভ সংখ্যাঃ ১১,৪৫। শুভ রংঃ কমলা।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কান নিয়ে গেছে চিলে? আপনার তো কানই নাই মিয়া! আপনার আশেপাশে আপনাকে নিয়ে যার যা খুশি সেটা বলে যাচ্ছে আপনি কর্ণপাত করছেন না? ওহ স্যরি বারবার ভুলে যাচ্ছি, আপনার তো কানই নাই মিয়া!। শুভ সংখ্যাঃ ৩০০। শুভ রংঃ মাল্টা রং। কি রং শুনে চটে যাচ্ছেন কেনো? কমলা রং হলে মাল্টা রং হবে না কেন? ফলটার রং দেখে রং টার নাম কমলা ঠিক করল কে? ও রঙের তো আরও অনেক কিছু আছে। আজকে নতুন কিছু জানুন। যেটা এতদিন শুধু ‘সবাই বলে তাই আমিও বলি’ এভাবেই কাটিয়ে দিচ্ছিলেন। 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনার ব্যবসার সঙ্গে জড়িত চশমখোরদের ঝেঁটিয়ে বিদায় করার আগে ভাবুন কি খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান না শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নৈতিকতা শেখানো হচ্ছে? লস আপনিই খাবেন ভাই। নৈতিকতা আঁকড়ে থাকার জন্য লসটা হবে না কিন্তু। সব কিছু গুলিয়ে ফেলার জন্য হবে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ বাদামী। (কোন বাদামের রং? কাজু )


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.