দেখে নিন
আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: নামতা
মুখস্ত করুন। ১০ এর নামতা। সামনে একটা বড় হিসাব আছে। সব ১০ গুণ করে হবে। অনেকটা টাকা
হুট করে বেরিয়ে যাবে। প্ল্যান করে রেখেছিলেন একরকম কিন্তু সে টাকা এভাবে বেরিয়ে যাচ্ছে
ভেবে ভেঙে পড়া যাবে না। টাকা টা কাজে লেগেছে। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রং: কালো।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: আপনি হৃদয় খানের গান শোনেন, আরেকজন ফুসফুস খানের গান শুনবে। কেউ বা যকৃত খানের
গান শিস দিয়ে বাজাতে বাজাতে হেঁটে যাবে, এটাই ডাইভার্সিটি। আপনার ডাইভার্সিটি মানতে
কষ্ট হয় কেন? হৃদয় খান এ ব্যাপারে প্রশ্ন রেখে গেছেন, “বল না! তুই বল না!” শুভ সংখ্যাঃ
৯। শুভ রং: নীলচে সাদা।
মিথুন [২১
মে-২০ জুন]: অ্যাসিডিটির কারণে যত্রতত্র বিশ্রীভাবে ঢেঁকুর চলে আসে থামাতে পারেন না
বিষয়টা বিব্রতকর ঠিক আছে। তবে আপনার একটা সমস্যা এটার প্রতি আপনার আশেপাশের মানুষের
সহানুভূতিশীল হতে হবে। না হলে তাদের আশেপাশে ক্রমাগত বায়ুত্যাগ করতে থাকুন। সবই প্রাকৃতিক
ভাই। আচ্ছা দাঁড়ান, তারা আপনার ওপর এ কারণে বিরক্ত নয় তো? যে আপনি জানা সত্ত্বেও অ্যাসিডিটি
বাড়ে এমন সব খাবারই খান প্রতিনিয়ত? আচ্ছা তারা আপনার জীবনের আর কি কি ব্যক্তিগত বিষয়ে
নাক গলায় বলুন তো? শুভ সংখ্যাঃ ৪ শুভ রং: গাঢ় সবুজ।
কর্কট [২১
জুন-২০ জুলাই]: পরিচয় হয়েছে দু’দিন, তাকে শোনাচ্ছেন দুঃখগাঁথা, সে শুনে বলছে আহা!,
আপনার এই স্বভাবকে মানুষ ছ্যাঁচড়ামো বলছে। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রং: সোনালি।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: প্রবীণদের প্রতি আপনার ব্যবহার, আপনার ভেতরটাকে প্রকাশ করে। যে এসব
কথা বলে তাকে গিয়ে বলুন শৈশবে এসব প্রবীণদের দ্বারা কিভাবে কিভাবে আড়ালে বিকৃত যৌনাচারের স্বীকার হয়েছেন। হ্যাঁ একটা মানুষের বয়স
বাড়লে তাঁর প্রতি আমরা অমানবিক না হই কিন্তু তাই বলে চুল পেকেছে বলেই তাদের নমঃ নমঃ
করার কিছুই নেই। সওয়াব/পূণ্য কামাতে চাইলে আরও রাস্তা আছে। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রং:
অফ হোয়াইট।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: খ্যাতির চূড়া থেকে মারাত্মক অবনমন ঘটছে আপনি কি করবেন? আপনার
তো খ্যাতিই নাই মিয়া। আগে উপরে উইঠা লন, পরে পড়ার কথা চিন্তা করেন। শুভ সংখ্যাঃ ১,৩,৫।
শুভ রং: নীল।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: এই যে বেশি ভেবে ভেবে আপনার চুল পড়ে যাচ্ছে তাতে কি লাভ হচ্ছে?
ভাবনায় লাভ আর চুল লসের অনুপাতটা যদি ভাল থাকে। তাহলে চুল একটু স্যাক্রিফাইস করে ভাবার
তাল ধরে রাখুন, জীবনে লাভটাই আসল। চুল দিয়ে কি হবে? শুভ সংখ্যাঃ ৪,৫। শুভ রং: সবুজ।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনার রাশির যে চিহ্ন, বৃশ্চিক? এটা কি জানেন? কখনো দেখেছেন?
মরুভূমি সফরে যান। আরও অনেক কিছু দেখতে পাবেন। টাকা আছে আপনার কাছে। খরচ করে যান সেখানে,
নাহলে অপেক্ষা করুন, বেঁচে থাকলে দেখতে পাবেন মরুভূমি আপনার কাছে চলে এসেছে? ভাবতে
ভয় আগছে? তাহলে গাছ লাগানো শুরু করুন আজকে থেকে। শুভ সংখ্যাঃ ১৯। শুভ রং: কালো।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: বৃষ্টির সিজন শেষ, ড্রাই সিজন চলছে। গরম না লাগলেও পিপাসা কিন্তু ঠিকই লাগবে।
তাই বাড়ির আশেপাশে একটা পাত্রে পানি রেখে দিন যেন কুকুর/বিড়াল খেতে পারে সেটা। শুভ
সংখ্যাঃ ৫। শুভ রং: গোলাপি।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: জোড়া পাখি দেখে
বিয়ের কথা ভাবছেন, বাসায় যে বউ/ জামাই আছে সেটা ভুলে যাচ্ছেন কেন? ভাল হোন। ভাল হতে
পয়সা লাগলে সেটা খরচ করে ভাল হোন। শুভ সংখ্যাঃ ৪০। শুভ রং: সোনালি।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: ডাকে পাখি, খোলো আঁখি…… এই ভাই এই! আপনার পাখিদের সাথে কি? ঘুমান চোখ বুজে।
শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রং: লাল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh