ছবিঃ সংগৃহীত।
দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: এখন
যৌবন যার, সময় নষ্ট করার তার শ্রেষ্ঠ সময়। কি ভাবছিলেন? যুদ্ধের যাবার কথা বলব? যৌবন
আছে এখনও? নাকি সময়গুলো নষ্ট করে ফেলেছিলেন? এখন হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যাথা? দ্রুতি
চিকিৎসকের পরামর্শ নিন, ফিজিওথেরাপি নিন। বেশি করে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান। শুভ
সংখ্যাঃ ৮০। শুভ রং: ঘিয়া রং।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: নতুন সিদ্ধান্ত নেবার এখনই সময়। একদম শেষদিন গিয়ে চেক ভাঙাবেন না, জটিলতা সৃষ্টি
হতে পারে। দুদিন আগে থেকে ভাঙিয়ে রাখুন। রক্তে সুগারের মাত্রা চেক করান। শুভ সংখ্যাঃ
৫। শুভ রং: কালো।
মিথুন [২১
মে-২০ জুন]: দাওয়াতে গিয়ে একদম ঝাঁ চকচকে আলোর ভেতর আবিষ্কার করতে পারেন, জুতোয় একটা
দাগ দেখা যাচ্ছে। এদিক ওদিক হেঁটে এক ফাঁকে ওঠানোর চেষ্টা করছেন লাভ হচ্ছে না। এদিকে
আপনার দাওয়াতের আমেজটাই নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাসায় চলে যাবেন। দাঁড়ান! খেয়ে
যান। আরেকটু সময় যাক। আসার আগে দেখেননি যখন সব ঠিকঠাক আছে কিনা, এখন বাসায় গিয়ে আরও
লস। শুভ সংখ্যাঃ ৪,৫। শুভ রং: হলুদ।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: আপনার শরীরে যে গুরুত্বপূর্ণ
খনিজ (মিনারেলস) গুলোর অভাব রয়েছে সেগুলো পূরণে হলুদ একটা ভাল সমাধান। কাঁচা হলুদ।
কিভাবে গুলে কি ভাবে খাবেন যাতে বমি করে ফেলে না দেন সেই উপায়টা বের করুন আজকে। কেউ
জোর করে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে আসতে পারে আজ। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রং: লাল, কালো।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: ধূমপান করছেন বেশ করছেন, করবেনই তো! আপনার টাকা, আপনার জীবন। শুধু
একটু আইসিইউ তে গিয়ে একবার যদি দেখতেন, রোগী মরণাপন্ন, ফুসফুসটা গেছে, কিরকম একটা আওয়াজে
নিঃশ্বাস নিচ্ছে। এই আওয়াজটা একবার কানে গেঁথে গেলে পরে আপনার কাজে লাগতে পারে। ধূমপান
ছাড়তে হবে বস!। শুভ সংখ্যাঃ ০। শুভ রং: আসমানী।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: কি মায়ায় বেঁধেছিলেন ঘর যে পলেস্তারা খসে পড়ছে? আজ বাড়ির অনেক
দিন ধরে পড়ে থাকা ত্রুটিগুলো চিহ্নিত করুন, ঐ সংক্রান্ত মিস্ত্রী ডাকিয়ে কি ঠিকঠাক
করতে হবে তা নিয়ে কথাবার্তা বলে রাখুন। এরপর থেকে মায়ায় ঘর না বেঁধে ব্যবহার করুন বাজারের
সেরা সিমেন্ট। না আমি কোনো নাম বলব না। স্পন্সর করেনি কেউ। স্যরি। শুভ সংখ্যাঃ ১১। শুভ রং: সবুজ।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: এক বিয়ে খেতে সদলবলে এক জেলা থেকে দূরের কোন জেলায় গিয়েছেন।
সেখানে কটা দিন থাকবেন, সবাই বিয়েবাড়িতে এটা সেটা করছে। আপনি দেখলেন হঠাৎ দীর্ঘদিনের
অভ্যাস না থাকায় একটা কনেপক্ষ-বরপক্ষ দ্বিপাক্ষিক বিয়েবাড়ির কর্মসূচির অংশ হিসেবে তাস
খেলতে গিয়ে হেরে মান সম্মান সব খোয়া গেছে। আমি খেলার অভ্যাসের কথা বলছিলাম না। আপনার
হারার অভ্যাস নেই। তাস ভোলার মত খেলা নয়। আর এটা বিয়েবাড়িতে আছেন, ফূর্তিতে থাকুন।
শুভ সংখ্যাঃ ১৯। শুভ রং : নীল।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনি আফ্রিকা গেলেন কবে? আপনার প্রতিবেশিরা সব গন্ডার হল
কবে থেকে? এত চামড়া মোটা? এই যে দুই বাসার মাঝখানটায় ময়লা ফেলে ফেলে ওটাকে স্বীকৃত
ডাস্টবিন বানিয়ে ফেলছে, আজকে এ ব্যাপারে একটু হাউকাউ করে আজকে থেকে একটা সমাধান করার
ব্যবস্থা করবেন। আর খোঁজ নিয়ে জেনে নেবেন, গন্ডারের চামড়া মোটা হতে পারে, এরা এত নোংরা
না। শুভ সংখ্যা ৬। শুভ রং: লাল।
ধনু [২২ নভেম্বর-২০
ডিসেম্বর]: অনেক কনফিউশন! অনেক অনেক অনেক! যান তো কিছু কনফিউশন বেঁচে একটা বড় দেখে
চিতল মাছ কিনে নিয়ে আসুন। দিচ্ছে না? ও আপনি এত বড় কনফিউশন দিয়েছেন যে মাছ বিক্রেতার
কাছে ভাংতিই নেই? হুম। চিন্তার বিষয়। আপনি তো আবার মাছ ও খান না, গিয়েছিলেন কেন তাহলে?
শুভ সংখ্যাঃ ৩। শুভ রং: সাদা।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আপনার চুলে খুশকি
দূর করতে ন্যাড়া হয়ে যান। কি রে ভাই তেড়ে আসছেন মারতে, এমনটাই তো করে আসছেন সবসময়!
কেউ বললেই গায়ে লাগে? করার সময় ভাবেন না? তাহলে হয় মানুষের কথা শুনবেন না, নাহলে ভেবে
কাজ করবেন। ধন্যবাদ। আবার আসবেন। শুভ সংখ্যাঃ ৭। শুভ রং: মেরুন।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: মামা দুই বাটি মাংস আর দুইটা তেল ছাড়া পরোটা দিন তো! আবার
চায়ে চিনি যেন বেশি হয়!। ভাল স্বাস্থ্য সচেতন তো আপনি? কোথায় শিখেছেন এমন সুন্দর স্বাস্থ্য
সচেতন লাইফস্টাইল? ওইযে কথা বলতেই আপনার ডায়েট কোক চলে এসেছে। শুভ সংখ্যাঃ ৫। শুভ রং:
সোনালি।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: সবকিছু দেখে আশ্চর্য হচ্ছেন কেন? যেখানে দাঁড়িয়ে আছেন পেছনে ফিরে দেখতে পারেন
এই পথে আপনিই এসেছেন। মেনে নিন। মানিয়ে নিন। দেখুন আজ রাস্তা কোন দিক নিয়ে যায় আপনাকে।
পকেটে কম্পাস আছে? ওমা ওটা তো কাঁটা কম্পাস! দাঁড়ান দাঁড়ান! আপনি কম্পাস চেনেন না?
শুভ সংখ্যাঃ ০. শুভ রং: কালো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh