× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশনের (বিসিওএফ) আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

২২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭ পিএম । আপডেটঃ ২২ অক্টোবর ২০২৪, ১৫:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামে একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এর আত্মপ্রকাশ ঘটে।

প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম ফিতা কেটে বিসিওএফ-এর অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, এবং সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার নির্বাহী প্রধানসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিসিওএফ-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ফাউন্ডেশনটি সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে এবং দুর্নীতির বিরুদ্ধে সদস্যদের উজ্জীবিত করবে।”

তিনি আরও বলেন, “বিসিওএফ একটি প্ল্যাটফর্ম হিসেবে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রচার করবে। সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও একাত্মবোধ জাগ্রত করার পাশাপাশি, ন্যায়সঙ্গত দাবিসমূহ আদায়ে সম্মিলিতভাবে কাজ করবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.