× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেস্ট রিটেইল অর্গানাইজেশন অফ দ্য ইয়ার পুরস্কার জিতল ‘স্বপ্ন’

ডেস্ক রিপোর্ট

০৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪-এর দ্বিতীয় আসর। আর এই আসরে স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড) বেস্ট অ্যাকুজিশন স্ট্যাটেজি, মোস্ট অ্যাডমাইরড রিটেইলার-নিউ মার্কেট পেনেট্রাশন, মোস্ট সাসটেইনাবল রিটেইল ইনিশিয়েটিভ এবং বেস্ট রিটেইল অর্গানাইজেশন অফ দ্য ইয়ার শীর্ষক চারটি পুরস্কার জিতেছে।

আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কী নোট সেশনে বক্তব্য দেন এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।

স্বপ্ন এর পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই লজিস্টিকস লিমিটেডের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, স্বপ্ন’র হেড অব বিজনেস (কোম্পানী গুডস) সালাহ উদ্দিন মিসবাহ, হেড অফ বিজনেস-কমোডিটি নিয়াজ মোর্শেদ, হেড অব প্রকিউরমেন্ট অ্যান্ড ক্যাটাগরি গাজী মুজিবর রহমান, হেড অব প্রকিউরমেন্ট মিরন হোসেন, হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান, বিজনেস অ্যানাইলাইটিকস লিড শেহজাদ আর মাজিদ, হেড অব বিজনেস (লাইফস্টাইল) তানজিনা আক্তার, ইভেন্টস এন্ড বি.টি.এল এক্টিভেশন ম্যানেজার আফজাল এইচ খান, রিজিওনাল ম্যানেজার অফ অপারেশনস কামরুজ্জামান স্বাধীন, সাব্বির হোসাইন, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু।

উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ ‘স্বপ্ন’। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে। দেশব্যাপী এখন স্বপ্ন’র ৫০০ এর বেশি আউটলেট রয়েছে। এর আগে সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১,২২-২৩ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’।

এছাড়া স্বপ্ন ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.