× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চান্দিনায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রেজভীয়া দরবারের ভক্তদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩ পিএম

ছবিঃ ওসমান গনি

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনা উপজেলা সদরে ওই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এটি চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই মাঠে গিয়ে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এর আগে সমাবেশে রেজভীয়া দরবার শরীফ চান্দিনা উপজেলা শাখার সভাপতি ডা. মো. আবদুল জলিল রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- রেজভীয়া দরবার শরীফের খলিফা মুফতি মো. নজরুল ইসলাম রেজভী সুন্নী আল ক্বাদেরী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সভাপতি ডা. মো. জাহাঙ্গির আলম রেজভী, চান্দিনা জুলুস উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. ফজলুল ছাত্তার রেজভী।

এতে চান্দিনা পৌরসভার সাবেক কমিশনার আব্দুল জলিল, মো. শহিদুজ্জামান সরকার রেজভী, মো. হারুন অর রশিদ, রেজভীয়া দরবার শরীফ বরুড়া উপজেলা শাখার সভাপতি আ. কাদের রেজভী, চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম রেজভী, দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. করিম মেম্বার, খাদেম মো. জাকির হোসেন রেজভী, সহ দরবারের বিভিন্ন মুফতি, মোহাদ্দেস, আলেম ওলামা, সাধারণ ভক্ত মুরিদান ও অন্যান্য দরবার শরিফের চান্দিনাস্থ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.