ছবিঃ সংগৃহীত
মাদারীপুরের ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিবাদী মহুয়া বেগম গতকাল (৩১ আগস্ট) সকালে লোকজন নিয়ে এই ঘর নির্মাণ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ডাসার থানায় সাধারণ ডায়েরীর পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নোটিশ প্রদান করা হয়েছে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী এলাকার ৫নং মৌজার ১৬৭৭ নং দাগের ৪ শতাংশ জমির প্রকৃত মালিক ঐ এলাকার শামীম মীর। শামীম মীর তার আপন ভাতিজা দুলাল মীরের কাছ থেকে ৮ বছর আগে দেড় লাখ টাকা বায়না নিয়ে পুনরায় বায়না ফেরত প্রদান করে। শামীম অধিক মুনাফার লাভে মিনাজদী গ্রামের বিবাদী মহুয়া বেগমের কাছে জমি বিক্রি করে দেয়। পরবর্তীতে শামীম মীরের ভাই মীর ইয়াকুব আলীর ছেলে মীর দুলাল (৬০) আদালত করে এবং আদালত ১৪৪ ধারা জারি করে। সেই আদালত অমান্য করে শনিবার সকালে লোকজন নিয়ে বিবাদী মহুয়া বেগম স্থাপনা নির্মাণ করে এবং মীর দুলাল কে হুমকি ধামকি দেন। এ বিষয়ে ২৯ আগষ্ট ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ ধারা অনুযায়ী থানায় সাধারণ ডায়েরী করে দুলাল মীর। ডাসার থানার জিডি নং ৮১৮।
মীর দুলাল বলেন, ৫৬ শতাংশ জায়গার মধ্যে আমার চাচা শামীম মীরের ৪ শতাংশ। ৮ বছর আগে আমি দেড় লাখ টাকা বায়না দেই। বায়নার টাকা ফেরত দিয়ে অধিক মুনাফার লাভে আমাকে না জানিয়ে ৩ কিলোমিটার দূরে মিনাজদী গ্রামের প্রবাসী ফারুক হাওলাদারের কাছে জমি বিক্রি করেছে। আমি আদালতে টাকা দাখিল করেছি। আদালত ১৪৪ ধারা জারি করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যা করে তাই আমি মেনে নিব।
বাদীর ছোট ভাই মো: দেলোয়ার হোসেন বলেন, পার্শ্ববর্তী জায়গা ও পৈত্রিক সম্পত্তি হিসেবে এই জমি দুলাল মীর পায়। কিন্তু ১৪৪ ধারা জারি ভঙ্গ করে ৭০/৮০ জন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আমাদের ভয়ভীতি দেখিয়ে বাড়িঘর নির্মাণ করে। তারা আদালতের আইন অমান্য করে বাড়িঘর নির্মাণ করছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে মহুয়া বেগম বলেন, আমার ক্রয়কৃত এবং আমার নামে নামজারী জমিতে ঘরবাড়ি নির্মাণ করতে গেলে দুলাল মীরের লোকজন আমাদের উপর হামলা করে এবং আমাকে মারধর করে। এছাড়া আমার শ্লীলতাহানির চেষ্টা করে। আমি আদালতে অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মহুয়ার চাচা শ্বশুর রাজ্জাক হাওলাদার বলেন, আমার ভাতিজী সঠিক কাগজপত্র অনুযায়ী ২ বছর আগে জায়গা ক্রয় করে। বালি ভরা করে ঘর নির্মাণ করে। আমার ভাতিজীকে অযথা মামলা দিয়ে হয়রানী করেছে এবং বাড়ি নির্মাণে বাঁধা প্রদান করছে। আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম বলেন, শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে আমরা উভয়পক্ষকে নোটিশ প্রদান করি এবং ভূমি সংক্রান্ত বিরোধের বিষয়ে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেই। এছাড়া কেউ যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh