× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিলাহাটিতে গমের বাম্পার ফলনে কৃষকের হাসি

রোজি বেগম, চিলাহাটি (নীলফামারী)

০৪ এপ্রিল ২০২৪, ১৪:৩২ পিএম

নীলফামারী জেলার চিলাহাটিতে বিপুল পরিমাণে গম আবাদ হয়েছে। খাদ্যশস্যে ধানের পরেই রয়েছে গমের অবস্থান। কম খরচে অধিক লাভ হওয়ায় গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। গমের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। 

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ করা হয়েছে। গমের বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। উত্তরের সীমান্তবর্তী এলাকা চিলাহাটির কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবার গমের ফসল ও দাম বেশি পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। 

কেতকীবাড়ী গ্রামের কৃষক আবুল কালাম জানান, অন্য বারের তুলনায় এবার উচ্চ ফলনশীল গমের বীজ বপন করায় ফলন অনেক বেশি হয়েছে। আমি এবার এবার ৪৫ শতক জমিতে বারি গম-২৮ এবং বারি গম-৩০ জাতের গম চাষ করেছি। 

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, এ বছর ডোমার উপজেলায় ৬৬০ হেক্টর জমিতে ৩.৪ মেট্রিক টন গম আবাদ হয়েছে। গমের ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। উন্নত জাতের উচ্চফলনশীল গম বীজ দিয়ে তারা ফসল ফলিয়েছে। 

ফলন ও ভালো দাম পাওয়ায় আগামী বছর গমের আবাদ আরো বাড়বে বলে আশা করছেন তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.