× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মক্কা থেকে মিনায় হাজিরা

সংবাদ সারাবেলা ডেস্ক

২৬ জুন ২০২৩, ১৩:৪৪ পিএম । আপডেটঃ ২৬ জুন ২০২৩, ১৮:১৮ পিএম

গতকাল রোববার (২৫ জুন) তাওয়াফ আল-কুদুম (আগমনের তওয়াফ) করতে লক্ষ লক্ষ হজযাত্রী মক্কার কাবা শরিফে পৌঁছান। এদিন রাত থেকে মিনার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা। এর মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

এবারের হজে ইতিহাসের সবচেয়ে বড় সমাগম হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

রোববার হজযাত্রীরা মক্কায় পৌঁছেই কাবা ঘর তওয়াফের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এদিন রাত থেকে তারা মিনার উদ্দেশে রওয়ানা দেন।

মক্কা থেকে ৫ কিলোমিটার পূবে তাঁবুর শহর মিনা। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। এই দিনটি তরবিয়ার দিন হিসেবে পরিচিত। এদিন মিনা প্রান্তরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হজযাত্রীরা।

আজ সোমবার গোটা দিন ও রাত মিনায় এবাদত-বন্দেগি ও প্রার্থনায় মগ্ন থাকবেন হজযাত্রীরা। পরদিন মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর তারা মিনা ছেড়ে আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন। আরাফাতের ময়দানে উপস্থিত থাকা হজের চারটি স্তম্ভের একটি। এটি হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। 

মঙ্গলবার আরাফাতের নামিরাহ মসজিদে হজযাত্রীরা জোহরের নামাজ আদায় করবেন।

এদিন সন্ধ্যায় হজযাত্রীরা মুজদালিফার দিকে রওয়ানা হবেন। মুজদালিফা আরাফাত এবং মিনার মধ্যবর্তী একটি ঐতিহাসিক স্থান। মঙ্গলবার দিবাগত রাত হজযাত্রীরা মুজদালিফায় কাটাবেন এবং নুড়ি পাথর সংগ্রহ করবেন। পরে তারা মিনার জামারাতে শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করবেন।

পরে হজযাত্রীরা তাওয়াফ আল-ইফাদাহ করার জন্য কাবা শরিফে যাবেন। এই তাওয়াফ জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে যেকোনো সময় করতে পারেন হজযাত্রীরা।

তাওয়াফ আল-ইফাদাহ শেষে হজযাত্রীরা ইহরাম ভেঙে ফেলবেন। কাবা শরিফ থেকে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মিনায় ফিরবেন তারা।

এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছেছেন।

সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা।

আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন। এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।


আরও পড়ুন

হজের আনুষ্ঠানিকতা শুরু

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.