× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুমিনের খাবার খাওয়াও ইবাদত

হাসান মাহমুদ রাজীব

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৫ এএম । আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ এএম

মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ফরজের পাশাপাশি রয়েছে সুন্নতের সমান গুরুত্ব। জীবনে চলার পথে তাই সুন্নতকে অনুসরণ ও অনুকরণ করা প্রতিটি মুমিন বান্দার একান্ত আবশ্যক।

একজন মুসলিমের জীবনযাপনে অন্যান্য সুন্নতের পাশাপাশি খাবার খাওয়ারও কতগুলো আদব রয়েছে। সেগুলো জেনে নিলে খাওয়াটাও ইবাদত বলে গণ্য হবে।
খাবারের মধ্যে ইবাদতগুলো হলো:
* খাবার খাওয়ার আগে ও পরে অবশ্যই দুই হাত কব্জি পর্যন্ত ধোয়া।
* খাবারের শুরুতে ‘বিসমিল্লাহ্’ বলা।
* ছোট ছোট লোকমা উঠিয়ে খাওয়া।
* খাবার চেটে খাওয়া।
* ডান হাতে খাওয়া।
* বসে ডান হাতে পানি পান করা।
* বসে খাওয়া।
* পাত্রে ফুঁ না দেয়া।
* খাবারের দোষ না ধরা।

মূলত আপনি সমগ্র জীবনে যতগুলো দানা গ্রহণ করেছেন। তার প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। কিন্তু নিচের আমলটা নিয়মিত করলে সেই হিসাব থেকে মুক্ত। এছাড়া মৃত্যুর সময় কালেমা নসিব হবে ইনশাল্লাহ।

* খাবারের আগে ও পরে এই দোয়া পড়া:

প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলা সুন্নত। খাবার খাওয়া শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন,
بسم الله وعلى بركةالله بعالى

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ

অর্থ: আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত প্রার্থনা করছি। (সাআলাবী)।


* বিসমিল্লাহ ভুলে গেলে খাওয়ার মধ্যখানে এই দোয়া পড়া:

হাদিস শরিফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, খাওয়ার মাঝখানে যখনই একথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে,

بسم الله اوله واخره

উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ

অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তায়ালার নাম, পরিশষেও আল্লাহ তায়ালার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)।

* খাবার খাওয়ার পর এই দোয়া পড়া:

খানা খাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেছেন,

الحمد لله الذى اطعمنا وسقانا وكفانا واواناوارواناوجعلنا من المسلمين

উচ্চারণ: আলহামদুলিল্লাহি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআয়ানা, ওয়া আরওয়ানা, ওয়াজা আলানা মিনাল মুসলিমীন।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সকল প্রকার নেয়ামত দিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।
খাবারের যে আদবগুলো আজ আমরা জানলাম সেগুলো বাস্তব জীবনে মেনে চললেই রাব্বুল আলামিনের শোকরিয়া আদায় করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.