আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু অনুসঙ্গ। সেসব অনুসঙ্গের মধ্যেই লুকিয়ে আছে অনেক ধাঁধা। যার কোনটার উত্তর আমরা জানি। কোনটার উত্তরা আমাদের জানা নেই। শিশুবেলায় এমন অনেক ধাঁধার উত্তর খুঁজতে খুঁতে সময় কেটেছে আমাদের। নতুন প্রজন্মের জন্য আমাদের এ নতুন আয়োজন। প্রতিদিন ৫টি করে ধাঁধা ও তার উত্তর জানবো আমরা। আজকের ধাঁধা:
১.
ছোট বেলায় লম্বা
বড় হলে বেটে
বোলো আমি কে ?
উত্তর: ‘মোমবাতি’
২.
কি তুমি ভাঙতে পারো
না তুলে না ফেলে ?
উত্তর: ‘প্রতিজ্ঞা’
৩.
এক যে আছে কালো জঙ্গল
তার মাঝে একটি রানী
রক্ষা করে ৩২টা সৈনিক
বোলো সেটা কি?
উত্তর: ‘মুখ’
৪.
তিন অক্ষর নাম আমার
মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি
বোলো তো আমি কে?
উত্তর: ‘চিরুনি’
৫.
আমার শাখা আছে
তবে ফল, কাণ্ড বা পাতা নেই
বলো আমি কি?
উত্তর: ‘ব্যাঙ্ক/নদী’