× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে চাঁদাবাজি

সিরাজগঞ্জে দুই ভুয়া সাংবাদিক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২২, ১০:১৫ এএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২২, ১০:৩১ এএম

সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিক কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের নিকট থেকে বিভিন্ন সিম ব্যবহার করে মোবাইল করে জাতীয় পর্যায়ের সাংবাদিক শাইখ সিরাজ, নঈম আহমেদ, দেশ টিভি, কালের কন্ঠ পত্রিকাসহদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা গ্রহন করেন।

বিষয়টি সন্দেহ হলে তার ব্যক্তিগত সহকারি ১৯ জানুয়ারি সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি করে। পরে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশা পাড়া থেকে শাহরিয়ার আনোয়ার ফিরোজ এবং জুবায়ের হোসেন নামে দুই যুবককে আটক করে। প্

রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। আটকৃতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.