আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু অনুসঙ্গ। সেসব অনুসঙ্গের মধ্যেই লুকিয়ে আছে অনেক ধাঁধা। যার কোনটার উত্তর আমরা জানি। কোনটার উত্তরা আমাদের জানা নেই। শিশুবেলায় এমন অনেক ধাঁধার উত্তর খুঁজতে খুঁতে সময় কেটেছে আমাদের। নতুন প্রজন্মের জন্য আমাদের এ নতুন আয়োজন। প্রতিদিন ৫টি করে ধাঁধা ও তার উত্তর জানবো আমরা। আজকের ধাঁধা:
(১)
আকাশে আছি বাতাশে আছি
নাহি পৃথিবীতে
চাঁদ আর তারায় আছি,
নাহি কিন্তু সূর্যতে ।
উত্তর:আঁধার ।
(২)
আগ কেটে বাগ কেটে
রুপিলাম চারা
ফল নেই, ফুল নেই
শুধু লতায় ভরা ।
উত্তর: পান ।
(৩)
আট পায়ে চলি আমি
চার পায়ে বসি
কুমির নই
বাঘ তো নই
কিন্তু আস্ত মানুষ গিলি ।
উত্তর:পালকি ।
(৪)
আট চালা ঘর তার একটিই খুঁটি
ঘড় বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি ।
উত্তর: ছাতা ।
(৫)
ছোট বেলায় লম্বা
বড় হলে বেটে
বোলো আমি কে ?
উত্তর ‘মোমবাতি’