আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু অনুসঙ্গ। সেসব অনুসঙ্গের মধ্যেই লুকিয়ে আছে অনেক ধাঁধা। যার কোনটার উত্তর আমরা জানি। কোনটার উত্তরা আমাদের জানা নেই। শিশুবেলায় এমন অনেক ধাঁধার উত্তর খুঁজতে খুঁতে সময় কেটেছে আমাদের। নতুন প্রজন্মের জন্য আমাদের এ নতুন আয়োজন। প্রতিদিন ৫টি করে ধাঁধা ও তার উত্তর জানবো আমরা। আজকের ধাঁধা:
(১)
উপর থেকে এলো পাখি সাদা কাপড় পরে
ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে ।
উত্তর: বক ।
(২)
এমন একটা গাই তাকে আমারা
যা দেই তাই খায়,
পানি দিলে মারা যায় ।
উত্তর: আগুন ।
(৩)
উড়তে পেখম বীর
ময়ূর সে নয়
মানুষ খায় গরু খায়
বাঘ সে নয় ।
উত্তর: মশা ।
(৪)
উঠান টন টন
ঘণ্টায় বাড়ি
কোন ছাগলের
মুখে দাঁড়ি ।
উত্তর: রশুন ।
(৫)
আট পা, ষোল হাটু
বসে থাকে বীর বাঁটু
শূন্যে পেতে জাল
শিকার ধরে সর্বকাল ।
উত্তর: মাকড়সা ।